ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের তৃতীয় দিন বুধবার বক্তব্য দেন মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব, অভিনেত্রী, সঞ্চালক ও বক্তা অপরাহ উইনফ্রে। ২১ আগস্ট, ২০২৪
ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের তৃতীয় দিন বুধবার বক্তব্য দেন মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব, অভিনেত্রী, সঞ্চালক ও বক্তা অপরাহ উইনফ্রে। ২১ আগস্ট, ২০২৪

যখন আমরা একজোট হই, আমাদের হারানো অসম্ভব: ডেমোক্রেটিক সম্মেলনে উইনফ্রে

এই নির্বাচন ‘স্বাধীনতা’ নিয়ে এবং ডেমোক্র্যাটদের সেটা স্মরণে রাখতে বলেছেন মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব, অভিনেত্রী, সঞ্চালক ও বক্তা অপরাহ উইনফ্রে।

অপরাহ উইনফ্রে বলেন, ‘এই নির্বাচন আমাদের বা তাদের বিষয় নয়, এখানে ব্যালটে পছন্দ বেছে নেওয়া হবে।’

অপরাহ উইনফ্রে আরও বলেন, ‘আগামী দিনের জন্য আমাদের প্রতিজ্ঞা, আমরা পেছনে ফিরে যাচ্ছি না।’

যুক্তরাষ্ট্রের শিকাগোতে গত সোমবার থেকে ডেমোক্রেটিক পার্টির চার দিনব্যাপী জাতীয় সম্মেলন চলছে। গতকাল বুধবার সম্মেলনের তৃতীয় দিনে আসেন উইনফ্রে।

মঞ্চে দেওয়া বক্তৃতায় উইনফ্রে বলেন, ‘এমন মানুষও আছে, যারা চায় আপনি আমাদের দেশকে একটি জাতি হিসেবে আমাদের তাদের বিরুদ্ধে দেখাতে। এমন মানুষ, যারা আপনাকে বিশ্বাস করাবে, বই বিপজ্জনক এবং মারণাস্ত্র নিরাপদ। ’

অপরাহ উইনফ্রে আরও বলেন, ‘কিন্তু এখানে বিষয় হলো, যখন আমরা একজোট হই, আমাদের হারানো অসম্ভব।’

উইনফ্রে এদিন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট জে ডি ভ্যান্সকে নিয়েও কথা বলেন। বিশেষ করে নিঃসন্তান নারীদের নিয়ে ভ্যান্সের ‘চাইল্ডলেস ক্যাট লেডি’ মন্তব্যের সমালোচনা করেন তিনি।

উইনফ্রে বলেন, তিনি বর্ণবাদ, লিঙ্গবৈষম্য ও মজুরিবৈষম্য দেখেছেন।

উইনফ্রে আরও বলেন, ‘তবে বেশির ভাগ সময় আমি মানবিক মানুষই দেখেছি, তারা ডেমোক্রেটিক এবং রিপাবলিকান, যারা এখনো আপনাকে সাহায্য করবে। এই মানুষদের জন্যই আমি গর্ব করে বলতে পারি, আমি একজন আমেরিকান। বেশির ভাগ আমেরিকান, আমরা মানুষকে সাহায্য করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করি। এই আমেরিকানদের দলে নিঃসন্তান নারীরাও (চাইল্ডলেস ক্যাট লেডিস) আছেন।’

উইনফ্রের নিজেরও কোনো সন্তান নেই।