কয়েক দিন আগেই চাকরি হারিয়েছেন এক নারী। এমন পরিস্থিতিতে দিশাহারা হয়ে পড়েন। অনাগত দিনগুলো কীভাবে চলবে, তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন। এর মধ্যেই হঠাৎ সুখবর পেলেন। জানতে পারলেন, তিন লাখ মার্কিন ডলারের লটারি জিতেছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৫২ লাখ টাকার বেশি।
লটারি জেতার খবরে রাতারাতি দুশ্চিন্তার অবসান ঘটে ওই নারীর। ভাগ্যবতী ওই নারীর বাড়ি যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায়। তিনি সাউথ ক্যারোলাইনার এডুকেশন কর্মকর্তাদের জানিয়েছেন, কয়েক দিন আগে বিউফোর্টের একটি সুপারশপে কেনাকাটা করতে যান। সেখান থেকে একটি লটারির টিকিট কেনেন তিনি। যার মূল্য ছিল মাত্র ১০ ডলার। আর সেই টিকিটই তাঁর ভাগ্য বদলে দিল।
কয়েক দিন আগে লটারির ড্র অনুষ্ঠিত হয়। লটারিতে প্রথম পুরস্কার জেতেন ক্যারোলাইনার ওই নারী। পুরস্কার জেতার পর ওই নারী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি এখনো ঘোরের মধ্যে আছি, আমি অত্যন্ত কৃতজ্ঞ। এর আগে কখনো লটারি জেতা হয়নি।’
চাকরি হারানোর পর আর্থিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ওই নারী। তিনি বলেন, লটারি জেতার অর্থ তাঁকে সেই দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে। এই অর্থ দিয়ে নতুন বাড়ি কিনবেন বলেও জানান তিনি। ওই নারীর নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে তিনি যে সুপারশপ থেকে লটারি কিনেছেন, পুরস্কারের অর্থ থেকে তাদের তিন হাজার ডলার কমিশন দিতে হবে।
যুক্তরাষ্ট্রে লটারি জেতার এমন অনেক অসাধারণ ঘটনা রয়েছে। কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের এক ব্যক্তি লটারি কিনে ১০ লাখ ডলার জিতেছেন। ওই ব্যক্তির নাম হাওয়ার্ড কেনডাল জুনিয়র। তিনি ম্যাসাচুসেটস স্টেটস লটারিকে বলেন, তিনি একটি ডায়মন্ড টিকিট কিনে এই পুরস্কার জিতেছেন।