যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (ইউএলসিএ) ক্যাম্পাস থেকে অন্তত ২৫ জন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার এ ধরপাকড়ের ঘটনা ঘটে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, ওই বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ঝরনা ক্ষতিগ্রস্ত করা, সড়কে রং করা, অগ্নিনির্বাপণ সরঞ্জাম নষ্ট করা ও আসবাব ভাঙচুর করার মতো নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। ক্যাম্পাসে এমন বিক্ষোভ আইনসিদ্ধ নয়।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা বন্ধসহ বিভিন্ন দাবিতে সাম্প্রতিক মাসগুলোয় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব বিক্ষোভে অংশ নেওয়া অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার ও বহিষ্কার করা হয়েছে। যেমন গত ৩০ এপ্রিল ইউএলসিএ ক্যাম্পাসেই ব্যাপক ধরপাকড় ও হামলার ঘটনা ঘটে।
সিএনএনের একজন বিশ্লেষক জানিয়েছেন, বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ৩০ এপ্রিল রাতে সবচেয়ে ইউএলসিএতে নাটকীয় যেসব পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছিল, তার বেশির ভাগেই জড়িত ছিলেন বহিরাগতরা। তবে গতকাল বেলা সোয়া ৩টার দিকে যাঁরা বিক্ষোভ শুরু করেন, তাঁরা ইউএলসিএর একটি ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত।
পুলিশ বলছে, ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের সরে যেতে বলা হয়। প্রথমে এ ডাকে সাড়া না দিলেও পরে তাঁরা সরে যান। পরে আবার তাঁবু খাটিয়ে ক্যাম্পাসে আস্তানা গাড়েন বিক্ষোভকারীরা। এমনকি বিশ্ববিদ্যালয়ের একটি হলেও প্রবেশ করেন তাঁরা। এ ছাড়া শিক্ষার্থীদের পরীক্ষায় বাধা দেওয়া হয়।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়ায় সোমবার রাত ৮টার দিকে প্রায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিশ্ববিদ্যালয়ের সব ধরনের স্থাপনা ও সম্পদ থেকে ১৪ দিন দূরে থাকার নির্দেশ দেওয়ার পর মুক্তি দেওয়া হয়েছে।