কোন রাজ্যে কত ইলেকটোরাল কলেজ, কার দখলে কয়টি যাচ্ছে
কোন রাজ্যে কত ইলেকটোরাল কলেজ, কার দখলে কয়টি যাচ্ছে

এবার কয়েক রাজ্যে কেন পাল্টে যাচ্ছে ইলেকটোরাল কলেজের হিসাব

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পাল্টে গেছে ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা। সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যের জন্য যে সংখ্যক ইলেকটোরাল ভোট বরাদ্দ ছিল, এবার সেটি থাকছে না। এবার কয়েকটি অঙ্গরাজ্যে ইলেকটোরাল কলেজ ভোট বেড়েছে, কোথাও কমেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোট খুবই গুরুত্বপূর্ণ। কারণ, যুক্তরাষ্ট্রে নির্বাচনের ফলাফল নির্ধারণ অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো কেবল সাধারণ ভোটে (পপুলার) হয় না। সেখানে সরাসরি জনগণের ভোটে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন না। সাধারণ ভোটাররা মূলত পছন্দের প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দেওয়ার মধ্য দিয়ে একটি নির্বাচকমণ্ডলীকে নির্বাচিত করে। ‘ইলেকটোরাল কলেজ’ নামের এই নির্বাচকমণ্ডলী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের কাজটি করে।

কোন অঙ্গরাজ্যে কত ইলেকটোরাল ভোট থাকবে তা নির্ধারিত হয় সেখানে কতটি কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট রয়েছে। প্রতিটি কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের জন্য একটি করে ভোট এবং দুজন সিনেটরের জন্য দুটি ভোট বরাদ্দ থাকে। কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট নির্ধারিত হয় একটি অঙ্গরাজ্যে মোট কত জনসংখ্যা রয়েছে, তার ভিত্তিতে। প্রতিটি কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে একটি নির্দিষ্টসংখ্যক জনসংখ্যা থাকতে হয়। দেশের প্রতে৵কটি মানুষকে সমান গুরুত্ব দিতে এ ব্যবস্থা।

ফলে কোনো অঙ্গরাজ্যে যদি জনসংখ্যা একটি নির্দিষ্ট সীমার বেশি বাড়ে বা কমে, তবে ওই অঙ্গরাজ্যে কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট বাড়বে বা কমবে। সেই অনুযায়ী ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যাও বাড়বে বা কমবে।

যুক্তরাষ্ট্রে ১০ বছর পরপর আদমশুমারি হয়। সর্বশেষ আদমশুমারি হয়েছে ২০২০ সালে। সেই শুমারিতে দেশে জনসংখ্যার যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, তাতে বিভিন্ন অঙ্গরাজ্যে মোট জনসংখ্যায় পরিবর্তন এসেছে।

ফলে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিটি অঙ্গরাজ্যে যে ইলেকটোরাল কলেজ ভোট ছিল, এবার তাতে কিছু পরিবর্তন এসেছে।

আমেরিকার রাজনীতিবিষয়ক খবর প্রকাশের ওয়েবসাইট ২৭০টুউইন (270toWin)–এর দেওয়া তথ্যানুযায়ী, গতবারের তুলনায় এবার কলোরাডোতে একটি, টেক্সাসে দুটি, মন্টানায় একটি, নর্থ ক্যারোলাইনায় একটি, ফ্লোরিডায় একটি এবং অরেগনে একটি ইলেকটোরাল কলেজ ভোট বেড়েছে। আর ক্যালিফোর্নিয়ায় একটি, ইলিনয়ে একটি, ওহাইওতে একটি, নিউইয়র্কে একটি, পেনসিলভানিয়ায় একটি, ওয়েস্ট ভার্জিনিয়ায় একটি এবং মিনেসোটায় একটি করে ভোট কমেছে।

এবারও সবচেয়ে বেশি ৫৪টি ইলেকটোরাল ভোট ক্যালিফোর্নিয়ায়। একটি কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট কমে যাওয়ায় গতবারের চেয়ে সেখানে একটি ইলেকটোরাল কলেজ কমেছে।