যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে নিযুক্ত কোনো মার্কিন সেনার ওপর হামলা হলে তার বদলা নিতে ওয়াশিংটন প্রস্তুত আছে। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে গতকাল রোববার তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালান। এর জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৪ হাজার ৫০০–এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
গতকাল যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ব্লিঙ্কেন বলেছেন, ইরানের কারসাজিতে এ সংঘাত (ইসরায়েল–ফিলিস্তিন) ছড়িয়ে পড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হুমকি দিয়ে বলেছেন, এমন পরিস্থিতিতে মার্কিন সেনাদের ওপর কোনো হামলা হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে উল্লেখ করে ব্লিঙ্কেন বলেছেন, এর মধ্যে বিমানবাহী রণতরি ব্যবহার করে যুদ্ধ পরিচালনার সক্ষমতাসম্পন্ন অতিরিক্ত দুটি সেনা দলও যুক্ত করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, ‘আমাদের জনগণের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিচ্ছি। প্রয়োজন হলে আমরা নিশ্চিতভাবে প্রতিক্রিয়া দেখাব।’
ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে ব্লিঙ্কেন দাবি করেন, হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর গাজা উপত্যকায় শাসন করার ইচ্ছা ইসরায়েলের নেই।