ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের ফাঁকে বৈঠক করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন। দাভোস, সুইজারল্যান্ড, ২১ জানুয়ারি, ২০২০
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের ফাঁকে বৈঠক করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন। দাভোস, সুইজারল্যান্ড, ২১ জানুয়ারি, ২০২০

ইউরোপে হামলা হলে সাহায্য করবে না যুক্তরাষ্ট্র, বলেছিলেন ট্রাম্প

ইউরোপ আক্রান্ত হলে অর্থাৎ ইউরোপে হামলা হলে যুক্তরাষ্ট্র কখনোই সাহায্য করবে না। ২০২০ সালে ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনকে এ কথা বলেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার হুমকিও দেন ট্রাম্প।

২০২০ সালের জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই উরসুলাকে এসব কথা বলেছিলেন ট্রাম্প। সম্প্রতি ট্রাম্পের এমন বক্তব্যের কথা জানাজানি হয়েছে। এ তথ্য জানিয়েছেন ইউরোপীয়ান কমিশনের একজন কর্মকর্তা।

ইউরোপীয় কমিশনের একজন কমিশনার থিয়েরি ব্রেটন। তাঁর ভাষ্য অনুযায়ী সম্মেলনের ফাঁকে উরসুলার সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে ট্রাম্প বলেন, ‘আপনাকে একটা বিষয় বুঝতে হবে যদি ইউরোপে হামলা হয় তাহলে আমরা (যুক্তরাষ্ট্র) কখনো আপনাদের সাহায্য কিংবা সমর্থন দেব না।’

ট্রাম্প উরসুলাকে আরও বলেছিলেন, ‘যাইহোক, ন্যাটো এখন মৃত। আমরা (যুক্তরাষ্ট্র) চলে যাব। আমরা ন্যাটো থেকে বেরিয়ে যাব। আর একটা কথা, আপনাদের কাছে আমরা ৪০ হাজার কোটি ডলার পাব। কারণ, আপনারা তা দেননি। জার্মানদেরকে তাদের প্রতিরক্ষার জন্য অর্থ দিতে হবে।’

এ বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উপরের দিকেই আছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির। তিনিও আগামী নির্বাচনে লড়বেন। নির্বাচন নিয়ে হওয়া জরিপে আভাস পাওয়া যাচ্ছে, ট্রাম্প প্রার্থী হলে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

আসন্ন নির্বাচনে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্য নিয়ে প্রচারণা চালাচ্ছেন রক্ষণশীল হিসেবে পরিচিত ট্রাম্প। ইউরোপীয়ান কমিশনের একজন কমিশনারের ট্রাম্পকে নিয়ে বলা এসব কথা নিয়ে বুধবার ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের সঙ্গে যোগাযোগ করলেও সাড়া পাওয়া যায়নি।