বিড়াল
বিড়াল

হাজার মাইল পাড়ি দিয়ে ফিরল হারানো বিড়াল

ভ্রমণে গিয়ে আড়াই বছরের ‘রেয়ন বিউ’কে (রেইনবো) হারিয়ে ভেঙে পড়েছিলেন সুসান আংভিয়ানো। তবে নিজের পোষা বিড়ালটি ফিরে পাওয়ার আশা কখনো ছাড়েননি। সেই আশাকে সত্যি করে হারিয়ে যাওয়ার দুই মাস পর ফিরে এসেছে রেয়ন বিউ। তবে এর আগে ৯০০ মাইলের বেশি পথ পাড়ি দিয়েছে বিড়ালটি! এটি কীভাবে এত লম্বা পথ পাড়ি দিয়েছে, তা জানা নেই কারও।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সালিনাসের বাসিন্দা সুসান ও তাঁর স্বামী বেনি আংভিয়ানো গত জুনে ওয়াইমিংয়ের ইয়োলোস্টোন ন্যাশনাল পার্কে বেড়াতে গিয়েছিলেন। ৪ জুন ভ্রমণের প্রথম দিন তাঁরা সেখানকার ফিশিং ব্রিজ আরভি পার্কে ঘুরে বেড়ানোর সময় হঠাৎই কিছু দেখে চমকে গিয়ে পালিয়ে যায় রেয়ন বিউ।

সুসান জানান, এরপর তাঁরা সেখানে যে কয় দিন ছিলেন প্রতিদিনই তাঁর স্বামী সেখানকার বনে গিয়ে কয়েক ঘণ্টা ধরে রেয়ন বিউকে খুঁজে বের করার চেষ্টা করেছেন। কিন্তু তাঁদের আশাহত হতে হয় এবং পোষা বিড়ালটিকে ছাড়াই বাড়িতে ফেরেন তাঁরা। সুসান বলেন, ‘সেই দিনগুলো খুবই কঠিন ছিল। কারণ, আমার মনে হয়েছিল, আমি বিড়ালটিকে পরিত্যাগ করেছি।’

রেয়ন বিউ ও এর যমজ বোনকে (স্টার) যখন আংভিয়ানো দম্পতি বাড়িতে নিয়ে আসেন, তখন সেগুলোর বয়স ছিল মাত্র ১১ সপ্তাহ। রেয়ন বিউ হারিয়ে যাওয়ার এক মাস পর এ দম্পতি আরও একটি বিড়াল ‘দত্তক’ নেন। রেয়ন বিউ হারিয়ে যাওয়ার ৬১ দিন পর তাঁরা একটি বার্তা পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। বার্তায় তাঁদের জানানো হয়, রেয়ন বিউর পরিচয় শনাক্তকরণ নম্বর খুঁজে পাওয়া গেছে। এটিকে ক্যালিফোর্নিয়ার রোজভিলে খুঁজে পাওয়া গেছে।

সুসানদের বাড়ি থেকে প্রায় ১৯০ মাইল দূরে বসবাস করা একজন নারী অসুস্থ অবস্থায় রেয়ন বিউকে খুঁজে পান ও রোজভিলে প্রাণীদের সুরক্ষা নিয়ে কাজ করা একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে সেটিকে হস্তান্তর করেন।

বিড়ালটির শরীরে একটি মাইক্রোচিপ লাগানো ছিল। ওই চিপ থেকেই সেটির শনাক্তকরণ নম্বর পাওয়া গেছে। অন্যান্য প্রাণী থেকে আলাদা করতে পোষা প্রাণীর শরীরে এমন চিপ বসানো হয়ে থাকে। বিড়ালটি ওয়াইমিং থেকে ৯০০ মাইলের বেশি পথ পাড়ি দিয়ে কীভাবে রোজভিলে পৌঁছাল, তা জানা যায়নি। সেখান থেকে সালিনাস পর্যন্ত মালিকের বাড়িতে পৌঁছাতে বিড়ালটিকে এক হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হয়েছে।