হলিউড অভিনেতা ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার
হলিউড অভিনেতা ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার

রিপাবলিকান হলেও কমলাকে ভোট দেবেন হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাবেক রিপাবলিকান গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার এবারের নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস ও তাঁর রানিং মেট গভর্নর টিম ওয়ালজকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার তিনি এ ঘোষণা দেন।

এক সময়ের বিশ্ব কাঁপানো এই হলিউড অভিনেতা এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, তিনি সারা বিশ্বের মানুষের সঙ্গে কথা বলেন। এরপরও যুক্তরাষ্ট্রই তাঁর কাছে ন্যায্যতা ও শ্রেষ্ঠত্বের দিক থেকে সেরা দেশ। এমন একটি দেশকে ‘আবর্জনার পাত্র’ বলা তাঁর কাছে দেশপ্রেমহীন আচরণের সমান। এ ধরনের কথা তাঁকে ক্ষুব্ধ করে। তিনি বলেন, ‘আমি নিজেকে একজন রিপাবলিকান বলার আগে সব সময় একজন আমেরিকান বলব। আমি এবার কমলা হ্যারিস ও টিম ওয়ালজকে ভোট দেব।’

জনপ্রিয় অভিনেতা ও লম্বা সময় ধরে রিপাবলিকান দলের রাজনীতির সঙ্গে যুক্ত আর্নল্ড শোয়ার্জনেগার ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, সাবেক এই প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে মানুষ আরও ক্ষুব্ধ হবেন, আরও বিভক্ত হবেন এবং আরও হিংসাত্মক হয়ে উঠবেন।

আর্নল্ড শোয়ার্জনেগার বলেন, তিনি (ট্রাম্প) মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি ও তাঁদের অপমান করবেন। তিনি আরও বেশি ক্ষোভ সৃষ্টি করা ছাড়া আর কিছুই করতে পারবেন না।

গত সপ্তাহে ট্রাম্প অ্যারিজোনা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে অবৈধ অভিবাসন নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের কাছে একটি আবর্জনার পাত্রের মতো। তাঁর এ মন্তব্যের কড়া সমালোচনা করেছেন আর্নল্ড শোয়ার্জনেগার।

অবসরপ্রাপ্ত নভোচারী অ্যাডউইন বাজ অলড্রিন গতকাল ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন।

নাসার অ্যাপোলো ১১ অভিযানের সর্বশেষ জীবিত সদস্য অলড্রিন। তিনি বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে চাঁদের বুকে পা রেখেছিলেন। তিনি ট্রাম্পের মহাকাশবিষয়ক নীতির উল্লেখ করে তাঁর প্রথম মেয়াদের প্রশংসা করেন এবং তাঁকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন।