যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে খালিস্তানপন্থী শিখ নেতাকে হত্যার ব্যর্থ চেষ্টায় জড়িত থাকার অভিযোগে ভারতের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে অভিযুক্ত হওয়া এই ব্যক্তির নাম বিকাশ যাদব (৩৯)। তাঁকে অভিযুক্ত করার তথ্য গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়।
মার্কিন বিচার বিভাগের অভিযুক্তকরণ নথিতে বিকাশ যাদবকে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে।
ওয়াশিংটনের অভিযোগ, যুক্তরাষ্ট্র-কানাডার দ্বৈত নাগরিক খালিস্তানপন্থী শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুন হত্যাচেষ্টার ষড়যন্ত্রে ভারতীয় এজেন্টরা জড়িত ছিলেন।
মার্কিন অভিযুক্তকরণের নথিতে বলা হয়, ২০২৩ সালের মে মাস থেকে পান্নুনের বিরুদ্ধে ষড়যন্ত্র পরিচালনায় ভারতে ও বিদেশে থাকা অন্য ব্যক্তিদের সঙ্গে একত্রে কাজ করেছিলেন বিকাশ যাদব। সে সময় তিনি ভারত সরকারের কর্মচারী ছিলেন।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যাদব এখন ভারতে আছেন। যুক্তরাষ্ট্র তাঁর প্রত্যর্পণ চাইবে বলে ধারণা করা হচ্ছে।
খালিস্তানপন্থীদের ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করে থাকে ভারত। দেশটি তার নিরাপত্তার জন্য খালিস্তানপন্থীদের ‘হুমকি’ হিসেবে বিবেচনা করে।
মার্কিন অভিযুক্তকরণের নথিতে পান্নুনকে রাজনৈতিক কর্মী, ভারত সরকারের সমালোচক ও ভারতে শিখদের জন্য পৃথক আবাসভূমি প্রতিষ্ঠা আন্দোলনের সমর্থক হিসেবে বর্ণনা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে এক বিবৃতিতে বলেছেন, মার্কিন সংবিধানে যেসব অধিকারের সুরক্ষা দেওয়া হয়েছে, তা চর্চার জন্য যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে সহিংসতাসহ অন্যান্য তৎপরতা সহ্য করবে না তারা।