যুক্তরাষ্ট্রের শিকাগোয় যাত্রীবাহী ট্রেনে গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, স্থানীয় সময় গতকাল সোমবার ভোরে তারা জরুরি ৯১১ নম্বরে ফোন পান। ফোন পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ফরেস্ট পার্ক স্টেশনে যায় এবং চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়।
তাঁদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। অন্য একজনকে গুরুতর আহত অবস্থায় মেউডের লয়োলা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে পরে তিনি মারা যান বলে পুলিশের ওই বিবৃতিতে জানানো হয়।
যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র হাতে হামলার ঘটনা নিয়মিতই ঘটে। দেশটিতে মানুষের তুলনায় আগ্নেয়াস্ত্রের সংখ্যা বেশি।
গতকালের সোমবারের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ সন্দেহভাজন একজন বন্দুকধারীকে শনাক্ত করে এবং পরে একটি আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করার কথা জানায়।
পুলিশের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘এটা মনে হচ্ছে বিচ্ছিন্ন একটি ঘটনা। জনজীবনের ওপর আপাতত কোনো হুমকি নেই।’
পুলিশ কর্মকর্তা ক্রিস্টোফার চিন সাংবাদিকদের বলেন, ‘এটা ভয়াবহ পরিস্থিতি। নিশ্চিতভাবেই এমন কোনো ঘটনা শুনে আপনি ঘুম থেকে উঠতে চাইবেন না। এটা সোমবার ছুটির দিনের সকাল।’
প্রতিবছর সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রে লেবার ডে পালন করা হয়। এদিন পুরো দেশে সাধারণ ছুটি থাকে।