ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের ছবিযুক্ত পতাকা উড়িয়ে তাঁর প্রতি সমর্থন জানান সমর্থকেরা
ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের ছবিযুক্ত পতাকা উড়িয়ে তাঁর প্রতি সমর্থন জানান সমর্থকেরা

সিএনএনের বুথফেরত জরিপ

যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতিতে অসন্তোষ তিন-চতুর্থাংশ ভোটারের

যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতে সন্তুষ্ট নন দেশটির তিন-চতুর্থাংশ ভোটার। অপরদিকে মাত্র এক-চতুর্থাংশ ভোটার দেশের পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট। প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে সিএনএনের করা প্রাথমিক বুথফেরত জরিপে এ তথ্য উঠে এসেছে।

বুথফেরত জরিপে দেখা গেছে, প্রতি ১০ জন ভোটারের ৪ জনই যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতিতে অসন্তুষ্ট। আর ১০ জনের ৩ জন বলেছেন, তাঁরা দেশের বর্তমান হালচালে ক্ষুব্ধ। মাত্র এক-চতুর্থাংশ দেশের পরিস্থিতিতে উৎসাহ ও সন্তোষ প্রকাশ করেছেন।

তবে দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ভোটাররা। জরিপ অনুযায়ী, প্রতি ১০ জনের ৬ জনের মতে, ভবিষ্যতেই দেশের জন্য ভালো সময়টা অপেক্ষা করছে। আর এক-তৃতীয়াংশ মনে করেন, দেশের ভালো সময়টা অতীতে চলে গেছে। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে তাঁর কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়েছেন প্রতি ১০ জনের প্রায় ৪ জন।

এই বুথফেরত জরিপে কয়েক হাজার ভোটারের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তাঁদের অনেকেই মঙ্গলবার নির্বাচনের দিন ভোট দিয়েছেন। অনেকেই আবার আগাম ভোট দিয়ে রেখেছেন। তাঁদের দেওয়া মতামত ভোটের ফলাফল সম্পর্কে আগাম ধারণা পেতে সহায়তা করে। তবে সুনির্দিষ্টভাবে কোনো ফলাফল পাওয়া যায় না।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইলেকশন পুলের পক্ষে এই জরিপ চালিয়েছে এডিসন রিসার্চ। নির্বাচনের দিনের ভোট দেওয়া নাগরিকদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে দ্বৈবচয়নের ভিত্তিতে বেছে নেওয়া ২৭৯টি ভোটকেন্দ্র থেকে। আগাম ভোট দেওয়া ভোটারদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত। সব মিলিয়ে ১৬ হাজার ৬০৪ জনকে নিয়ে এই জরিপ চালানো হয়েছে।