বিচিত্র

অজগরের সঙ্গে শুয়ে জন্মদিন উদযাপন

সাপের সঙ্গে জন্মদিন কাটিয়েছেন জে ব্রিউয়ার নামের এই ব্যক্তি
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

মেঝেতে হাসিমুখে শুয়ে আছেন এক ব্যক্তি। তাঁকে ঘিরে আছে বন্ধুরা। তবে যেনতেন বন্ধু নয়, একেবারে বিশাল আকারের সব অজগর সাপ। আর এভাবেই অন্য রকম এক জন্মদিন উদ্‌যাপন করলেন যুক্তরাষ্ট্রের প্রাণিপ্রেমী জে ব্রিউয়ার। তাঁর জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জে ব্রিউয়ার নিজেই ইনস্টাগ্রামে ভিডিওটি ছেড়েছেন। তাঁর ওই সাহসী কর্মকাণ্ড ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনেককে চমকে দিয়েছে। ছবিতে কয়টা সাপ আছে, তা গোনাই যেন দর্শকদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

সরীসৃপ প্রাণীদের প্রতি বরাবরই আগ্রহ জে ব্রিউয়ারের। সেই আগ্রহ থেকেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য রেপটাইল জু নামে একটি চিড়িয়াখানাও প্রতিষ্ঠা করেছেন তিনি।

ভিডিওর ক্যাপশনে ব্রিউয়ার লিখেছেন, ‘এটি সাপ পার্টি! আজ আমার জন্মদিন। তাই আপনাদের বলতে চাই, সব ধরনের প্রেমকে আমি কতটা গুরুত্ব দিই। আমি অবিশ্বাস্য রকম যে পার্টির আয়োজন করেছিলাম, তা আপনাদের দেখাতে চাই। আপনারা দেখছেন, আমার বন্ধুদের অনেকেই তা উদ্‌যাপন করতে পেরেছে এবং আমরা অনেক মজা করেছি। মজার বিষয়টুকু বাদ দিলে বলতে হয়, এই বুড়ো মানুষের জীবনের আরেকটি বছর ফুরিয়ে গেল।’

ইনস্টাগ্রামে নিজের অনুসারীদের উদ্দেশে ব্রিউয়ার লিখেছেন, ‘আমার এ যাত্রায় সঙ্গী হওয়ায় আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবাইকে ছাড়া এটা করা সম্ভব হতো না।’ ইনস্টাগ্রাম ব্যবহারকারীরাও ভিডিওর মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানিয়ে যাচ্ছেন। জর্জ অ্যাগি নামের একজন লিখেছেন, ‘এটা একেবারেই বন্য! আমি কখনো এমন কিছু দেখিনি। শুভ জন্মদিন জে!’

মাইক জেমিসন নামের একজন লিখেছেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না, এখানে কতগুলো অজগর আছে! দেখে মনে হচ্ছে, এটা এযাবৎকালের সবচেয়ে দারুণ পার্টি।’