উড়োজাহাজ বা বিমানবন্দরে হরহামেশাই যাত্রীদের ব্যাগ হারানোর ঘটনা ঘটে। ২০২২ সালের প্রথম চার মাসে শুধু যুক্তরাষ্ট্রের উড়োজাহাজেই নাকি প্রায় সাত লাখ মানুষ ব্যাগ হারিয়েছেন। আর প্রতিবছর বিশ্বজুড়ে ব্যাগ হারানো ব্যক্তিদের এ সংখ্যা কোটি ছাড়িয়ে যায়। ভাগ্যের ফেরে হাতে গোনা যে কয়েকজন ব্যাগ ফিরে পান, সে তালিকায় রয়েছেন মার্কিন নাগরিক এপ্রিল গাভিনও। হারিয়ে যাওয়া ব্যাগ চার বছর পর ফিরে পেয়েছেন তিনি। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।
২০১৮ সাল। যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের বাসিন্দা গাভিন ব্যবসায়ের কাজে শিকাগো শহরে গিয়েছিলেন। কাজ শেষে ইউনাইটেড এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে বাড়ি ফিরছিলেন। তবে উড়োজাহাজে রাখা নিজের ব্যাগটি আর খুঁজে পাননি তিনি। এরপর মাসের পর মাস ব্যাগের খোঁজ চালিয়েছিলেন গাভিন। তবে বিফল হন। বিষয়টির কূলকিনারা করতে পারেনি ইউনাইটেড এয়ারলাইনস কর্তৃপক্ষও। সবশেষে ব্যাগটির বিনিময়ে তারা গাভিনকে কিছু ক্ষতিপূরণ দেয়।
ভিডিও শেয়ারিংয়ের অ্যাপ টিকটকে নিজের ব্যাগ হারানো ও ফিরে পাওয়ার গল্প তুলে ধরেছেন গাভিন। বলেছেন, সম্প্রতি টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহর থেকে তাঁর কাছে একটি ফোনকল আসে। জানানো হয়, তাঁর ব্যাগটি খুঁজে পাওয়া গেছে। তবে সেটি এত দিন যুক্তরাষ্ট্রে ছিল না। ছিল ভিনদেশে। ব্যাগটি পাওয়া গেছে হন্ডুরাসফেরত একটি উড়োজাহাজ থেকে। এরপর হিউস্টনে গিয়ে ব্যাগটি নিয়ে আসেন গাভিন।
চার বছর পর ব্যাগটির সামান্য ক্ষতি হয়েছে, রংটাও ফ্যাকাশে হয়েছে। ভেতরের সব জিনিসপত্র একেবারে অক্ষত আছে বলে জানান গাভিন।
এদিকে ব্যাগ ফেরত পেয়ে ইউনাইটেড এয়ারলাইনসকে ধন্যবাদ জানিয়েছেন গাভিন। তিনি বলেন, ‘বিষয়টি এমন ছিল যেন আমি ক্রিসমাসের উপহারগুলো খুলে দেখছি। বিশ্বাসই হচ্ছিল না, এই ব্যাগটি চার বছর ধরে বিভিন্ন জায়গায় ঘুরেছে, এমনকি হন্ডুরাসেও গেছে। তবে শেষ পর্যন্ত এটি আমার কাছে ফিরে এসেছে। আর এর ভেতরে সবকিছু ঠিকঠাক আছে। ইউনাইটেড এয়ারলাইনসকে ধন্যবাদ।’
ইউনাইটেড এয়ারলাইনসের একজন কর্মকর্তা বলেন, ‘এত দিন পর ব্যাগ হারানো রহস্যের সমাধান করতে পেরে আমরা খুবই আনন্দিত।’