সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সাবেক চিফ অব স্টাফের মন্তব্য

ফ্যাসিস্টের সংজ্ঞায় পড়েন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্যাসিস্টের সাধারণ সংজ্ঞার মধ্যে পড়েন। নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের প্রতি তাঁর জেনারেলরা যেমন অনুগত ছিলেন, তেমন অনুগত জেনারেল চান তিনি। সরকার পরিচালনায় তাঁর পছন্দ একনায়কসুলভ পদক্ষেপ। ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে হোয়াইট হাউসের চিফ অব স্টাফের দায়িত্ব পালন করা জন কেলি এমন বিস্ফোরক মন্তব্য করেছেন।

একাধিক সংবাদমাধ্যমকে দেওয়া অবসরপ্রাপ্ত এই মেরিন জেনারেলের পৃথক সাক্ষাৎকার গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে। তাঁর এ বক্তব্য লুফে নিয়েছেন ডেমোক্রেটিক পার্টির নেতারা। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে ট্রাম্প শিবির।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অবশ্য ইতিমধ্যে কিছু অঙ্গরাজ্যে আগাম ভোট প্রদান শুরু হয়ে গেছে। প্রেসিডেন্টের দায়িত্বকে কীভাবে দেখেন এবং আবার প্রেসিডেন্ট হলে কীভাবে ক্ষমতা প্রয়োগ করবেন, সে বিষয়ে ট্রাম্পের হোয়াইট হাউসের সাবেক সহযোগীদের সতর্কবার্তার মধ্যেই এমন মন্তব্য করলেন কেলি।

ট্রাম্পের চিফ অব স্টাফ হিসেবে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন কেলি। ফ্যাসিস্ট মন্তব্য ছাড়াও নিউইয়র্ক টাইমসকে তিনি বলেছেন, সরকার পরিচালনায় নিশ্চিতভাবে একনায়কসুলভ পদক্ষেপ নেওয়াকে তুলনামূলকভাবে পছন্দ করেন সাবেক এই প্রেসিডেন্ট।

দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে কেলি নিশ্চিত করেছেন, ট্রাম্প চান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের প্রতি নাৎসি জেনারেলরা যেমন সম্মান দেখিয়েছিলেন, তাঁকেও যেন ঠিক একই ধরনের সম্মান দেখানো হয়। তাঁর সঙ্গে ট্রাম্পের এ নিয়ে যে কথোপকথন হয়েছিল, সেটিও তুলে ধরেন কেলি।

ট্রাম্প হিটলারের প্রশংসা করেছেন বলেও জানান তাঁর সাবেক এই চিফ অব স্টাফ। কেলি বলেন, ‘তিনি (ট্রাম্প) একাধিকবার বলেছেন, তুমি জানো হিটলার কিছু ভালো কাজও করেছেন।’

অবশ্য কেলির সঙ্গে ট্রাম্পের এ ধরনের কথোপকথন হওয়ার বিষয়টি অস্বীকার করেছে ট্রাম্পের প্রচার শিবির। ট্রাম্পের প্রচার উপদেষ্টা অ্যালেক্স ফাইফার বলেন, ‘এটি নির্জলা মিথ্যাচার। প্রেসিডেন্ট ট্রাম্প কখনো এটা বলেননি।’

তবে ট্রাম্পকে নিয়ে কেলির করা মন্তব্যকে লুফে নিয়েছেন ডেমোক্র্যাটরা। কমলা হ্যারিসের রানিংমেট মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ মঙ্গলবার রাতে উইসকনসিনে এক নির্বাচনী সমাবেশে বলেছেন, ‘হিটলারের জেনারেল সম্পর্কিত ট্রাম্পের মন্তব্য আমাকে অত্যন্ত ক্ষুব্ধ করেছে।’

ওয়ালজ সেনাবাহিনীর ন্যাশনাল গার্ডের সদস্য ছিলেন। তিনি বলেন, ‘ট্রাম্প উন্মাদ হয়ে গেছেন—যুক্তরাষ্ট্রের সাবেক একজন প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের একজন প্রার্থী হিটলারের অনুগত জেনারেলদের মতো জেনারেল চান।’

কমলা হ্যারিসের বিরুদ্ধে ট্রাম্পের লড়াইয়ের শেষের দিনগুলোতে এসে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন কেলি। আরও এক মেয়াদে চার বছরের জন্য ওভাল অফিসে ফিরতে চাইছেন এই রিপাবলিকান প্রার্থী। আগের নির্বাচনে হেরে তিনি এখনো কারচুপির মিথ্যা দাবি করে যাচ্ছেন।

‘প্রথম নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র’

এদিকে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। একটি টেলিভিশন নেটওয়ার্ককে তিনি এ কথা বলেন।

নির্বাচনের দুই সপ্তাহ আগে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কমলা ও ট্রাম্প। দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে সভা-সমাবেশে অংশ নেওয়ার পাশাপাশি রেডিও টক শো ও পডকাস্টে কথা বলছেন তাঁরা। বিভিন্ন জরিপে দেখা গেছে, নির্বাচনী লড়াইয়ে দুই প্রার্থীর অবস্থান প্রায় কাছাকাছি।

যুক্তরাষ্ট্রের জাতীয় টেলিভিশন নেটওয়ার্ক এনবিসিকে মঙ্গলবার সাক্ষাৎকার দেন কমলা। এ সময় তাঁকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র কি প্রথম নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত? জবাবে কমলা বলেন, ‘পুরোপুরিভাবে’। তাঁর প্রার্থিতা দেশের দৃশ্যপট বদলে দেবে বলেও উল্লেখ করেছেন তিনি। ডেমোক্রেটিক পার্টির এই প্রার্থী বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প ও তাঁর দৃষ্টিভঙ্গির কারণে মানুষ এখন ক্লান্ত।’

অন্যদিকে নর্থ ক্যারোলাইনায় এক সমাবেশে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প একেবারে ভিন্ন বার্তা দিয়েছেন। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমরা আরও চার বছর অযোগ্যতা, ব্যর্থতা ও বিপর্যয়ের মধ্যে থাকব, নাকি আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে চমৎকার চারটি বছর শুরু করব—এ নির্বাচন সেটিই ঠিক করে দেবে।’ ওই সমাবেশে তিনি বারবার কমলা হ্যারিস ও তাঁর রানিংমেট ওয়ালজকে নির্বোধ বলেও মন্তব্য করেন।