ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পকে ৪ লাখ ডলার পরিশোধের নির্দেশ

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও কয়েকজন সাংবাদিককে প্রায় চার লাখ ডলার পরিশোধ করতে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিয়েছেন আদালত। গত শুক্রবার এ নির্দেশ দেওয়া হয়।

২০২১ সালের সেপ্টেম্বরে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে একটি মামলা করেন ট্রাম্প।

তাতে অভিযোগ আনা হয়, একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রস্তুত করার সময় ট্রাম্পের কর–সংক্রান্ত নথিপত্র কবজা করার ‘চক্রান্ত’ করেছিলেন সংবাদমাধ্যমটির তিন সাংবাদিক। প্রতিবেদনটি ২০১৮ সালে প্রকাশিত হয়েছিল এবং পুলিৎজার পুরস্কার পেয়েছিল।

পরে ২০২৩ সালের মে মাসে নিউইয়র্কের সুপ্রিম কোর্ট মামলাটি খারিজ করে দেন। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়, মামলা চালাতে বিবাদীপক্ষের যে খরচ হয়েছে, তা পরিশোধ করতে হবে ট্রাম্পকে।