যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দোদুল্যমান অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে ৭টি দোদুল্যমান অঙ্গরাজ্য জয়-পরাজয়ে নির্ধারণে প্রধান ভূমিকা রাখবে।
বিবিসির এক খবরে বলা হয়, নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের রেলিগেতে ডেমোক্রেটিক দলের ফলাফলে নজর রাখার ‘ওয়াচ পার্টি’ থেমে গেছে। সমর্থকেরা সেখানে জড়ো হয়ে গান-বাজনা করছিলেন। সেগুলো থেমে গেছে। পানশালার পরিবেশকেরা তাঁদের তল্পিতল্পা গুটিয়েছেন।
গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর ও অ্যাটর্নি জেনারেল পদে ডেমোক্রেটিক দলের শীর্ষ তিন প্রার্থী জেতায় তাঁরা খুশি। কিন্তু অঙ্গরাজ্যটিতে কমলা হ্যারিস হেরে যাওয়ায় তাঁর সমর্থকেরা বিষণ্ন হয়ে পড়েছেন।
সাইরা স্ট্রাডা নামের একজন বলেন, ‘এটা মেনে নেওয়া কঠিন, আমার মন ভেঙে গেছে। আমি জানি না ট্রাম্পের আরেকটি মেয়াদেজুড়ে আমি বাঁচতে পারব কিনা।’
সিএনএন জানিয়েছে, দ্বিতীয় রাজ্য জর্জিয়াতেও জিতেছেন ট্রাম্প। এই অঙ্গরাজ্যে ইলেকটোরাল কলেজ ভোট ১৬টি। নর্থ ক্যারোলাইনাতেও ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ১৬।
সাত দোদুল্যমান রাজ্যগুলো হলো জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা ও উইসকনসিন। সব অঙ্গরাজ্যেই ডোনাল্ড ট্রাম্প ভালো অবস্থানে আছেন বলে নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে।
বিবিসির হিসাব অনুসারে এ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ২৪৬ ও কমলা হ্যারিস ১৮৭টি ইলেকটোরাল ভোট পেয়েছেন।