বিচিত্র

চমকে দিল হারিয়ে যাওয়া কুকুরটি

কুকুরটির নাম এথেনা, জার্মান শেফার্ড প্রজাতির। গত ১৫ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল। এ নিয়ে যারপরনাই শোকে ছিলেন কুকুরটির মালিক। খোঁজাখুঁজিও কম করেননি। সবশেষে এথেনাকে না পেয়ে যখন তিনি হতাশ, তখনই ঘটেছে বিচিত্র এক ঘটনা। কুকুরটি নিজ থেকেই বাড়িতে ফিরে এসেছে। শুধু তাই নয়, রীতিমতো বাড়ির কলিং বেল বাজিয়ে নিজের উপস্থিতি জানান দিয়েছে সেটি।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের গ্রিন কোভ স্প্রিংস এলাকায়। ১০ দিন নিখোঁজ থাকার পর ২৫ ডিসেম্বর বড়দিনের ঠিক আগমুহূর্তে ফিরে আসে কুকুর এথেনা। তারপর বাড়ির কলিং বেল বাজায়। এ সময় কলিং বেলের কাছে থাকা ক্যামেরায় সেটিকে দেখতে পায় বাড়ির লোকজন। এথেনার এই আগমনে পরিবারটির শোক পরিণত হয় আনন্দে। সবচেয়ে খুশি বাড়ির শিশুরা।

এথেনার মালিকের নাম ব্রুক কোমার। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘তখন রাত আড়াইটা বাজে। এথেনা এসে কলিং বেল বাজাচ্ছিল। দরজার ওপর পা দিয়ে আঁচড় কাটছিল। এতে আমার ঘুম ভেঙে যায়। ক্যামেরায় এথেনাকে দেখতে পাই। অনেক রাত হয়ে যাওয়ার আমি শিশুদের ঘুম ভাঙাতে চাইনি। তবে খুশিতে তাঁরা নিজেরাই জেগে যায়।’

বাড়িতে ফিরে এথেনাও বেশ খুশি। ব্রুক কোমারের স্ত্রী বলেন, ফেরার পর থেকে সেটির হাঁকডাক যেন আর থামছে না।