সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী টড ব্লেনচ বলেছেন, দোষী সাব্যস্ত হওয়ার রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। গতকাল বৃহস্পতিবার ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেন আদালত।
ট্রাম্পই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন।
আইনজীবী ব্লেনচ সিএনএনকে বলেছেন, ‘ট্রাম্প বিচার–পরবর্তী আইনি প্রক্রিয়ায় এগোবেন। যদি তিনি সফল না হন, তাহলে যত দ্রুত সম্ভব আমরা আপিল করব।’ তিনি আরও বলেন, যদি নিউইয়র্কের আদালতে সাজা হয়, তাহলে সেখান থেকেই আপিল করা হবে।
মামলায় আনা ৩৪টি অভিযোগের সব কটিতে দোষী সাব্যস্ত হয়েছেন রিপাবলিকান পার্টির এই নেতা। আগামী ১১ জুলাই এ মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। সাবেক এই প্রেসিডেন্টের কারাদণ্ড হতে পারে। তবে আইনজ্ঞরা বলছেন, তাঁকে জরিমানা করার সম্ভাবনাই বেশি।
২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে বর্তমানে একটি মামলা চলছে। এ ছাড়া প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষের পর হোয়াইট হাউস থেকে সরকারি গোপন নথিপত্র সঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগে করা আরও একটি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।
নিউইয়র্কের ম্যানহাটানে দীর্ঘ পাঁচ সপ্তাহ ধরে ট্রাম্পের বিরুদ্ধে এই মামলার শুনানি চলে। এর আগে তাঁরা রায় নিয়ে ১১ ঘণ্টা আলাপ-আলোচনা করেছেন।