মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনায় সংক্রমিত হয়েছেন। খবর এএফপির।
জিল বাইডেনের করোনা শনাক্ত হওয়ার তথ্য গতকাল মঙ্গলবার নিশ্চিত করেছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, জিল বাইডেনের করোনার মৃদু উপসর্গ রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হওয়ার দুই সপ্তাহ পর তাঁর স্ত্রী জিল বাইডেনও এ ভাইরাসে সংক্রমিত হলেন।
জিল বাইডেনের করোনা শনাক্ত হওয়া নিয়ে তাঁর যোগাযোগবিষয়ক পরিচালক এলিজাবেথ আলেকজান্ডার একটি বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, গত সোমবার ৭১ বছর বয়সী জিল বাইডেনের করোনা নেগেটিভ আসে। কিন্তু পরে তাঁর ঠান্ডা লাগার মতো উপসর্গ দেখা দেয়।
আলেকজান্ডার বলেন, র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় জিল বাইডেনের করোনা নেগেটিভ এসেছিল, কিন্তু পরে পিসিআর পরীক্ষায় পজিটিভ আসে।
বিবৃতিতে বলা হয়, মার্কিন ফার্স্ট লেডিকে মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলোভিডের একটি কোর্স দিয়েছেন চিকিৎসক।
করোনা শনাক্ত হওয়ায় জিল বাইডেন কমপক্ষে পাঁচ দিন সঙ্গনিরোধ (আইসোলেশন) অবস্থায় থাকবেন।
আলেকজান্ডার জানান, জিল বাইডেন করোনার দুটি পূর্ণ ডোজ টিকা নিয়েছেন। এ ছাড়া দুবার বুস্টার ডোজ নিয়েছেন। তিনি করোনার মৃদু উপসর্গ অনুভব করছেন।
সাউথ ক্যারোলাইনায় অবকাশ কাটানোর সময় জিল বাইডেনের করোনা শনাক্ত হয়। সেখানে তিনি একটি ব্যক্তিগত বাসভবনে অবস্থান করছেন।
পরপর দুটি করোনা পরীক্ষায় নেগেটিভ এলে জিল বাইডেন হোয়াইট হাউসে ফিরে আসবেন বলে জানিয়েছেন তাঁর সহযোগী।
সম্প্রতি জো বাইডেন দ্বিতীয় দফার করোনা থেকে সেরে ওঠেন। তাঁর প্রথম করোনা শনাক্ত হয়েছিল ২১ জুলাই।