মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি নিশ্চিত করেছেন যে তিনি চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে বৈঠক করবেন।
চীন আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছে, ম্যাকার্থির সঙ্গে সাইয়ের বৈঠক হলে তারা ‘পাল্টা পদক্ষেপ’ নেবে। বেইজিংয়ের এমন হুঁশিয়ারি সত্ত্বেও সাইয়ের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ম্যাকার্থি।
মধ্য আমেরিকা থেকে ফেরার পথে আগামীকাল বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যাত্রাবিরতি (ট্রানজিট) করবেন সাই। সেখানেই তাঁর সঙ্গে বৈঠক করবেন ম্যাকার্থি।
সাইয়ের সঙ্গে হতে যাওয়া এই বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য গতকাল সোমবার সকালে প্রকাশ করেছে ম্যাকার্থির কার্যালয়। এতে বলা হয়, স্পিকার ম্যাকার্থি তাঁর নিজ অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় সাইয়ের সঙ্গে বুধবার একটি ‘দ্বিদলীয় বৈঠক’ আয়োজন করবেন।
সাইয়ের কার্যালয়ের বরাত দিয়ে গতকাল তাইওয়ানের সরকারি সংবাদ সংস্থাও জানিয়েছে, তিনি ম্যাকার্থির সঙ্গে বৈঠক করবেন।
মধ্য আমেরিকায় যাওয়ার পথে বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাত্রাবিরতি করেছিলেন সাই। সম্পর্ক জোরদারের লক্ষ্যে নিউইয়র্ক থেকে তিনি তাইপের কূটনৈতিক মিত্র গুয়াতেমালা ও বেলিজে যান।
গত সপ্তাহে বেইজিং সতর্ক করে বলে, সাই ও ম্যাকার্থির মধ্যে কোনো বৈঠক হলে যুক্তরাষ্ট্র ‘গুরুতর’ প্রতিক্রিয়ার সম্মুখীন হতে পারে। বেইজিংয়ের এমন হুঁশিয়ারির জবাবে চীনকে অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখানোর জন্য সতর্ক করে যুক্তরাষ্ট্র।
চীনের দাবি, তাইওয়ান তাদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে, তাইওয়ান নিজেদের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র মনে করে।