যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) সাবেক পরামর্শক এডওয়ার্ড স্নোডেন এবার রাশিয়ার পাসপোর্ট পেলেন। এর মাধ্যমে রাশিয়ার পূর্ণাঙ্গ নাগরিক হয়ে গেলেন যুক্তরাষ্ট্রের সাবেক এই নাগরিক।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার স্নোডেনের আইনজীবী আনাতোলি কুচেরেনা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাশিয়ার প্রতি আনুগত্য স্বীকার করে শপথ নিয়েছেন স্নোডেন।
২০১৩ সালে এনএসএর হয়ে কাজ শুরু করেন স্নোডেন। পরে তিনি গুরুত্বপূর্ণ বেশ কিছু গোপন নথি প্রকাশ করে দেন। এসব নথি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হলে আলোচনায় আসেন স্নোডেন। এরপর বাধ্য হয়ে দেশ ছাড়েন এবং আশ্রয় নেন রাশিয়ায়। পরে যুক্তরাষ্ট্র তাঁর নাগরিকত্ব কেড়ে নেয়।
মূলত ২০১৩ সাল থেকেই রাশিয়ায় রয়েছেন স্নোডেন। একসময় তিনি রাশিয়ায় বসবাসের অনুমতি পান। পরে গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুমোদনে রাশিয়ার নাগরিকত্ব পান তিনি।
শুক্রবার স্নোডেনের পাসপোর্ট প্রাপ্তি প্রসঙ্গে তাঁর আইনজীবী আনাতোলি বলেন, স্নোডেন এ কারণে খুশি যে রাশিয়ার নাগরিকত্ব পাওয়ায় তাঁকে আর যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো সম্ভব হবে না। তিনি বলেন, নাগরিকত্ব পাওয়ার কারণে অবশ্যই রুশ ফেডারেশনের প্রতি স্নোডেন কৃতজ্ঞ ও খুশি।
আইনজীবী আনাতোলি বলেন, রাশিয়ার সংবিধান অনুসারে দেশটির কোনো নাগরিককে বিচারের জন্য অন্য দেশের হাতে তুলে দেওয়া হয় না। এটা স্নোডেনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এদিকে স্নোডেনের রাশিয়ার নাগরিকত্ব প্রাপ্তির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, স্নোডেন রাশিয়ার নাগরিকত্ব নেওয়ার পথ চূড়ান্ত করেছেন, এটি ওয়াশিংটন জেনেছে। এই প্রতিবেদন সত্য হলে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অবাক হবে না।
নেড প্রাইস বলেন, স্নোডেন অনেক দিন ধরেই ইঙ্গিত দিয়েছেন, তিনি রাশিয়ার ঘনিষ্ঠ। তাঁর এই নাগরিকত্ব নেওয়ার মাধ্যমে রুশ ঘনিষ্ঠতার বিষয়টি আনুষ্ঠানিক হয়ে উঠল।