মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজ অঙ্গরাজ্য ফ্লোরিডায় জয়ী হয়েছেন।
ফ্লোরিডায় ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ৩০। এই অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে এখানকার ৩০টি ইলেকটোরাল কলেজ ভোট ট্রাম্পের ঝুলিতে জমা হলো।
ফ্লোরিডা একসময় দোদুল্যমান অঙ্গরাজ্য হিসেবে বিবেচিত হতো। কিন্তু ফ্লোরিডা এখন পুরোপুরি রিপাবলিকান বা লাল অঙ্গরাজ্য।
২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও ফ্লোরিডায় জয়ী হয়েছিলেন ট্রাম্প। এবারের নির্বাচনে ট্রাম্প পেয়েছেন প্রায় ৫৬ দশমিক ২ শতাংশ ভোট। আর তাঁর প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ৪২ দশমিক ৯ শতাংশ ভোট।
গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়।