বিবেক রামাস্বামী। আইওয়া ককাসে হেরে যাওয়ার পর
বিবেক রামাস্বামী। আইওয়া ককাসে হেরে যাওয়ার পর

রণে ভঙ্গ দিয়ে ট্রাম্পকে সমর্থন জানালেন ভারতীয় বংশোদ্ভূত রামাস্বামী

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন-লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী। একই সঙ্গে তিনি প্রাথমিক বাছাইয়ের দৌড়ে এগিয়ে থাকা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন।

গতকাল সোমবার রিপাবলিকান উদ্যোক্তা রামাস্বামী এ ঘোষণা দেন।

গতকাল আইওয়া অঙ্গরাজ্যে ককাসের মধ্য দিয়ে রিপাবলিকান পার্টির প্রাথমিক বাছাইয়ের লড়াই শুরু হয়েছে। এই ককাসে ট্রাম্প বড় ব্যবধানে জয়ী হয়েছেন।

আইওয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রাথমিক বাছাইয়ে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস দ্বিতীয়, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি তৃতীয় ও রামাস্বামী চতুর্থ হয়েছেন।

আইওয়া ককাসে ভরাডুবির পর তরুণ রাজনীতিক রামাস্বামী তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমরা এই প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা বন্ধ করছি।’

রামাস্বামী বলেন, তিনি ট্রাম্পকে ফোন করেছেন। জয়ী হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে ট্রাম্প এখন তাঁর (রামাস্বামী) পূর্ণ সমর্থন পাবেন।