বিচিত্র

বরফের দেশে মরুর জাহাজ

উটের শাবকের প্রথম তুষারপাত দেখা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

নতুন পরিবেশে একটি প্রাণী কতটা আনন্দ করতে পারে, সেটাই যেন ধরা পড়ল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। সেখানকার পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান ওজাইয়ের একটি প্রাণী সংরক্ষণ কেন্দ্রে নেওয়া হয়েছে মরুভূমির জাহাজখ্যাত উটের শাবক। এই উটের শাবকের প্রথম তুষারপাত দেখার উদ্‌যাপন ইন্টারনেট দুনিয়ায় আনন্দের নতুন খোরাক জুগিয়েছে।

ওজাইয়ের র‍্যাঞ্চো গ্রান্দে নামের একটি প্রাণী সংরক্ষণ কেন্দ্রে নেওয়া হয়েছে ওই উটের শাবকটিকে। এর নাম দেওয়া হয়েছে আলবার্ট। আলবার্টের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, তুষারপাতের পর এটিকে ছেড়ে দেওয়া হয়েছে। আলবার্ট খানিকটা সময় দাঁড়িয়ে থেকে তারপর লাফালাফি করতে শুরু করে।

সঙ্গীহীন আলবার্টকে সেই সময় সঙ্গ দিয়েছে বেশ কিছু ছাগল। তবে সেগুলো মধ্যে এই তুষারপাত নিয়ে কোনো হেলদোল নেই। আলবার্ট একাই লাফাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই ভিডিও প্রকাশ করে র‍্যাঞ্চো গ্রান্দের কর্তৃপক্ষ লিখেছে, ‘এই ভিডিও আমরা আগে টিকটকে প্রকাশ করেছিলাম। অনেকেই এটা দেখে বেশ আনন্দ পেয়েছে। এরপর আমরা ইনস্টাগ্রামে এই ভিডিও প্রকাশ করলাম। আপনাদের ধন্যবাদ।’ দুই দিন আগে এই ভিডিও প্রকাশ করা হয়। লাখখানেক মানুষ ইতিমধ্যে ভিডিওটি দেখেছেন। সাত হাজারের বেশি লাইক পড়েছে ভিডিওটিতে। অনেকেই মন্তব্য করেছেন ভিডিওটিতে।

একজন ভিডিওটির নিচে লিখেছেন, ‘নিশ্চিতভাবেই এটি মূল্যবান! নিখাদ আনন্দের! এই ভিডিও আমার গতকাল ও আজকের দিনটা সুন্দর করে দিয়েছে।’ আরেকজনও একই ধরনের কথা লিখেছেন। তিনি লিখেছেন, ‘আমি একাধিকবার ভিডিওটি দেখেছি। আমি আমার পরিচিত সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করেছি। অনুগ্রহ করে আমাকে জানান, কীভাবে আলবার্ট ও তার বন্ধুদের দেখতে আসতে পারি।’

বেশ কিছুদিন ধরেই র‍্যাঞ্চো গ্রান্দে অভয়ারণ্য মাতিয়ে রেখেছে আলবার্ট। মাঝেমধ্যেই এটির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হচ্ছে। এর একটি ভিডিওতে দেখা যায়, র‍্যাঞ্চো গ্রান্দের এক কর্মী ঘাসের ওপর শুয়ে আছেন। কাছে গিয়ে তাঁর পোশাক ধরে টানাটানি করছে আলবার্ট। মূলত ওই কর্মীর সঙ্গে খেলাধুলা করতে ওঠানোর চেষ্টা করছিল আলবার্ট।

উটের শাবকটিকে স্বচক্ষে দেখতে অনেকই ভিড় করতে চাইছেন সেখানে। একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘আমরা আবারও এখানে যেতে চাই। তবে তার আগে আলবার্ট তুষারপাতে মেতে থাকো।’