জিল বাইডেন ও নরেন্দ্র মোদি
জিল বাইডেন ও নরেন্দ্র মোদি

২০২৩ সালে বাইডেনপত্নীকে সবচেয়ে দামি উপহার দিয়েছেন মোদি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর পরিবারকে ২০২৩ সালে মূল্যবান সব উপহার দিয়েছেন বিদেশি নেতারা। এর মধ্যে সবচেয়ে মূল্যবান উপহারটি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাইডেনের স্ত্রী জিল বাইডেনকে দেওয়া ওই উপহার একটি হীরা, যার দাম ২০ হাজার ডলার (সাড়ে ২৪ লাখ টাকার বেশি)।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত বার্ষিক হিসাব-নিকাশে এসব তথ্য উঠে এসেছে। তাতে বলা হয়েছে, ২০২৩ সালে মোদির উপহার দেওয়া হীরাটি ৭ দশমিক ৫ ক্যারেটের। সে বছর বাইডেনের স্ত্রীর পাওয়া অন্য উপহারগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভার দেওয়া একটি ব্রোচ (এক ধরনের অলংকার)। সেটির দাম ১৪ হাজার ৬৩ ডলার। এ ছাড়া জিল বাইডেনকে ৪ হাজার ৫১০ ডলার মূল্যের একটি ব্রেসলেট, ব্রোচ ও ছবির অ্যালবাম দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল–সিসি ও তাঁর স্ত্রী এন্তিসার আমির।

প্রেসিডেন্ট বাইডেনও বিদেশি নেতাদের কাছ থেকে বেশ কিছু মূল্যবান উপহার পেয়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে, দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের দেওয়া একটি স্মারক ছবির অ্যালবাম। সেটির দাম ৭ হাজার ১০০ ডলার। ৩ হাজার ৪৯৫ ডলার দামের মোঙ্গলিয়ার যোদ্ধাদের ভাস্কর্য দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। ব্রুনাইয়ের সুলতান দিয়েছেন ৩ হাজার ৩০০ ডলারের একটি রুপার পাত্র। ইসরায়েলের প্রেসিডেন্ট দিয়েছেন ৩ হাজার ১৬০ ডলারের একটি রুপার ট্রে। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে বাইডেন পেয়েছেন বিভিন্ন ছবি দিয়ে তৈরি একটি শিল্পকর্ম। সেটির দাম ২ হাজার ৪০০ ডলার।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, দেশটির নির্বাহী বিভাগের কর্মকর্তারা বিদেশি নেতা বা অন্য দেশের একই পদের কারও কাছ থেকে ৪৮০ ডলারের বেশি দামের উপহার পেলে তা ঘোষণা করতে হয়। ঘোষণা দেওয়া উপহারগুলো সাধারণত যুক্তরাষ্ট্রের জাতীয় সংরক্ষণাগারে পাঠানো হয় বা প্রদর্শনের জন্য রাখা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও হয়ে থাকে।

পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, মোদির দেওয়া ২০ হাজার ডলারের হীরাটি হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের জিম্মায় থাকবে। অন্য উপহারগুলো জাতীয় সংরক্ষাণাগারে পাঠানো হয়েছে। বিদেশি নেতাদের কাছ থেকে পাওয়া এই উপহারগুলোর মূল গ্রহীতারা সেগুলো মার্কিন সরকারের কাছ থেকে বাজারমূল্যে কিনে নিতে পারেন। তবে এমন ঘটনা বিরল। বিশেষ করে খুবই মূল্যবান উপহারগুলোর ক্ষেত্রে তা ঘটে না বললেই চলে।

পররাষ্ট্র দপ্তরের তথ্যে বলা হয়েছে, শুধু বাইডেন ও তাঁর পরিবারই নন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর বেশ কয়েকজন কর্মকর্তাও দামি উপহার পেয়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে হাতঘড়ি, সুগন্ধি ও অলংকার। সেগুলোর প্রায় সবই ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা এই উপহারগুলোর মোট দাম ১ লাখ ৩২ হাজার ডলারের বেশি। যেমন, সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস ১৮ হাজার ডলার দামের একটি ‘অ্যাস্ট্রোগ্রাফ’ উপহার পেয়েছিলেন। অ্যাস্ট্রোগ্রাফ হচ্ছে টেলিস্কোপ এবং মহাকাশের ছবি তোলার জন্য ক্যামেরা। সেটি যুক্তরাষ্ট্রের প্রশাসন বিভাগে জমা দেওয়া হচ্ছে। এ ছাড়া ১১ হাজার ডলার দামের একটি হাতঘড়িও পেয়েছেন বার্নস। তবে সেটি নাকি তিনি ধ্বংস করে ফেলেছেন।