যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসন শহরের একটি খ্রিষ্টান স্কুলে গতকাল সোমবার বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছে। নিহত বন্দুকধারীও ওই স্কুলের শিক্ষার্থী ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
তবে প্রথমে নিহতের সংখ্যা পাঁচ বলে জানিয়েছিল পুলিশ। পরবর্তী সময়ে তা সঠিক নয় বলে জানানো হয়েছে।
ম্যাডিসন পুলিশ বিভাগ জানিয়েছে, অ্যাবান্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুকধারী গুলি চালিয়েছে। এটি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০০।
ম্যাডিসন পুলিশপ্রধান শোন বার্নস সংবাদ সম্মেলনে বলেছেন, সন্দেহভাজন বন্দুকধারীসহ এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। নিহত সন্দেহভাজন বন্দুকধারী একজন কিশোর। ঘটনাস্থলে আসার পর পুলিশ কর্মকর্তারা তাকে মৃত অবস্থায় পেয়েছেন। তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
বার্নস বলেন, ঘটনাস্থল থেকে অন্তত পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল বেলা ১১টার আগে গুলির ঘটনা ঘটেছে।
কে-১২ স্কুল শুটিং ডেটাবেজ ওয়েবসাইটের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে চলতি বছর স্কুলে ৩২২টি গুলির ঘটনা ঘটেছে। ১৯৬৬ সালের পর দেশটির স্কুলে এটাই গুলির দ্বিতীয় সর্বোচ্চ ঘটনা। ওই বছরের পর যুক্তরাষ্ট্রের স্কুলে সর্বোচ্চ ৩৪৯ গুলির ঘটনা ঘটেছিল গত বছর।
যুক্তরাষ্ট্রের শহর, শহরতলি, গ্রামের সরকারি-বেসরকারি সব ধরনের স্কুলে গুলির ঘটনা মহামারি আকার ধারণ করেছে।