পঞ্চম বিয়ে করছেন না ৯২ বছর বয়সী মারডক

রুপার্ট মারডক ও তাঁর বাগ্‌দত্তা অ্যান লেসলি স্মিথ
ছবি: টুইটার থেকে নেওয়া।

মিডিয়া মুঘল ও ধনকুবের রুপার্ট মারডক এবং রেডিও উপস্থাপিকা অ্যান লেসলি স্মিথ বিয়ের সিদ্ধান্ত বাতিল করেছেন। তাঁরা তাঁদের বাগ্‌দান ভেঙে দিয়েছেন। মারডকের ঘনিষ্ঠ সূত্রের বরাতে যুক্তরাষ্ট্রের সাময়িকী ভ্যানিটি ফেয়ার গতকাল মঙ্গলবার এমন তথ্য প্রকাশ করেছে।

এক মাসের কম সময় আগে ৯২ বছর বয়সী রুপার্ট মারডক নিজের মালিকানাধীন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে বলেছিলেন, তিনি ও অ্যান লেসলি স্মিথ বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের বাগ্‌দানও হয়। আগামী গ্রীষ্মে বিয়ের পরিকল্পনা করেছিলেন মারডক।

তবে গতকাল মারডকের এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভ্যানিটি ফেয়ারের প্রতিবেদনে বলা হয়, হঠাৎ করে ওই বিয়ের পরিকল্পনা বাতিল করা হয়েছে। সূত্রের বরাতে ওই সাময়িকী জানায়, ৬৬ বছর বয়সী স্মিথের খ্রিষ্টীয় রক্ষণশীল চিন্তাধারা নিয়ে মারডক অস্বস্তিতে পড়েছেন।

তবে গত মাসে বিয়ের ঘোষণা দেওয়ার সময় মারডককে বেশ উৎসাহী দেখা গিয়েছিল। তিনি তখন নিউইয়র্ক পোস্টকে বলেছিলেন, ‘প্রেমে পড়ার পর আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তবে আমি বুঝে গিয়েছিলাম, এটাই আমার শেষ প্রেম। এটা ভালো। আমি খুশি।’

অ্যানের সঙ্গে রুপার্টের প্রথম দেখা হয় গত বছর ক্যালিফোর্নিয়ার এক অনুষ্ঠানে। সেখানেই পরিচয়, পরে তা গড়ায় প্রণয়ে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, ফক্স নিউজসহ বিভিন্ন সংবাদমাধ্যমের মালিক মারডক। ফোর্বসের হিসাব অনুযায়ী, মারডকের মালিকানাধীন এসব প্রতিষ্ঠানের মূল্য দুই হাজার কোটি ডলারের বেশি।

লেসলি স্মিথকে বিয়ে করলে এটি হতো মারডকের পঞ্চম বিয়ে।

রুপার্ট মারডক প্রথম বিয়ে করেছিলেন ১৯৫৬ সালে, অস্ট্রেলিয়ান বিমান সেবিকা প্যাট্রিসিয়া বুকারকে। ১৯৬৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। ওই বছরই স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আন্না মানকে বিয়ে করেন তিনি। ১৯৯৯ সাল পর্যন্ত তাঁদের সংসার টিকেছিল।

এরপর চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে বিয়ে করেন রুপার্ট। ১৯৯৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তাঁরা সংসার করেন। এরপর ওয়েন্ডির সঙ্গেও বিচ্ছেদ হয় মারডকের।

২০১৬ সালে লন্ডনে রুপার্ট বিয়ে করেন সাবেক সুপার মডেল জেরি হলকে। গত বছর তাঁদের বিচ্ছেদ হয়ে।
রুপার্ট মারডকের ছয় সন্তান।