মার্কিন ইউটিউবার জিমি ডোনাল্ডসন মিস্টার বিস্ট নামে পরিচিত
মার্কিন ইউটিউবার জিমি ডোনাল্ডসন মিস্টার বিস্ট নামে পরিচিত

সাবস্ক্রাইবারের শীর্ষে মিস্টার বিস্ট

মার্কিন ইউটিউবার জিমি ডোনাল্ডসন মিস্টার বিস্ট নামে পরিচিত। ভিডিও দেখার প্ল্যাটফর্ম ইউটিউবে সাবস্ক্রাইবারের হিসাবে সবাইকে টপকে গেছেন তিনি। তাঁর চ্যানেলটি মিউজিক কোম্পানি টি–সিরিজকে টপকে সাবস্ক্রাইবারের হিসাবে শীর্ষে চলে এসেছে।

আজ রোববার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। তাঁর দেওয়া পোস্টে মিস্টার বিস্ট লেখেন, তিনি সুইডিশ ইউটিউবার পিউডিপাইয়ের হয়ে প্রতিশোধ নিয়েছেন। এর আগে অনেক দিন সুইডিশ এই ইউটিউবার সাবস্ক্রাইবারের দিক থেকে শীর্ষে ছিলেন। ২০২০ সালে তিনি ইউটিউব থেকে সরে যান।

ইউটিউবে মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার এখন ২৬ কোটি ৭০ লাখ। টি-সিরিজের সাবস্ক্রাইবার ২৬ কোটি ৬০ লাখ। এদিকে এ মাইলফলক অর্জনে মিস্টার বিস্টকে অভিনন্দন জানিয়েছেন টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক।

গত মাসে মিস্টার বিস্ট টি-সিরিজের ব্যবস্থাপনা পরিচালক ভূষণ কুমারকে এক বক্সিং ম্যাচ খেলার আমন্ত্রণ জানান। ওই সময় টি-সিরিজের সঙ্গে মিস্টার বিস্টের চ্যানেলের সাবস্ক্রাইবারের শীর্ষে ওঠার প্রতিযোগিতা চলছিল। পিউডিপাই গেমিং কনটেন্ট পোস্ট করতেন। মিস্টার বিস্ট নানা জনহিতকর কাজ পোস্ট করে থাকেন। পিউডিপাই ২০১৭ সালে টি-সিরিজকে ছাড়িয়ে যায়। কিন্তু নাৎসি সংযোগের কথা বলে ডিজনি তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ২০২০ সালে ইউটিউব ছেড়ে দেন পিউডিপাই। মিস্টার বিস্ট অবশ্য পিউডিপাইকে সমর্থন করে আসছেন।