মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাটদের একটি আসন উল্টে দিয়েছেন রিপাবলিকানরা। গতকাল মঙ্গলবারের ভোটে রক্ষণশীল অঙ্গরাজ্য ওয়েস্ট ভার্জিনিয়ায় ডেমোক্র্যাটদের দখলে থাকা একটি সিনেট আসনে জিতেছেন রিপাবলিকান প্রার্থী জিম জাস্টিস।
তিনি ওয়েস্ট ভার্জিনিয়ার বর্তমান গভর্নর। জিম জাস্টিস সিনেটের যে আসনে জিতেছেন, সেটির বর্তমান সিনেটর জো মানচিন। তিনি স্বতন্ত্র প্রার্থী হলেও ডেমোক্র্যাটদের ভোট দিতেন। ২০১০ সাল থেকে তিনি এই আসনে সিনেটর নির্বাচিত হয়ে আসছেন। কিন্তু মানচিন এবার ভোটে দাঁড়াননি, তিনি রাজনীতিকে বিদায় জানাচ্ছেন।
জাস্টিস একজন ডেমোক্র্যাট হিসেবে ২০১৬ সালে গভর্নর নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি দল পরিবর্তন করেন।
একজন প্রেসিডেন্ট নির্বাচন করার পাশাপাশি গতকাল মার্কিন ভোটাররা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটির প্রতিনিধি এবং ৩৪টি সিনেট আসনের সিনেটর নির্বাচন করবেন।
বর্তমান সিনেটে ডেমোক্র্যাটরা ৫১-৪৯ ব্যবধানে এগিয়ে। অর্থাৎ, সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেতে রিপাবলিকানদের জন্য একটি আসনে এগিয়ে যাওয়াই যথেষ্ট। রিপাবলিকানরা অবশ্য মন্টানা, ওহাইও-এর দিকেও চোখ রেখেছেন। উইসকনসিন, পেনসিলভানিয়া ও মিশিগানের সিনেট আসন নিয়েও আশা রাখছেন রিপাবলিকানরা।
সিনেটের যেসব আসনে ফলাফল পাল্টে যাওয়ার সম্ভাবনা আছে, সেগুলোর সব কটিতে যদি রিপাবলিকানরা জিতে যান, তবে ১০০ আসনের সিনেটে তাঁদের আসন হবে ৫৫টি।
অন্যদিকে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা আগে থেকেই সংখ্যালঘু। এখন পর্যন্ত প্রতিনিধি পরিষদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসই মিলছে।