একজন ফুটবল-ভক্তের কাছে মাঠে বসে প্রিয় দলের ফুটবল খেলা দেখা আর প্রিয় খেলোয়াড়দের পক্ষে চিৎকার করে গলা ফাটানোর মতো আনন্দ আর কী হতে পারে। তবে সবাই তো আর সে সুযোগ পান না। বেশির ভাগ ফুটবল-ভক্তের জন্য তাই টেলিভিশনের পর্দার সামনে বসে খেলা দেখাই ভরসা।
টেলিভিশনের পর্দায় খেলা দেখাও কিন্তু দারুণ আনন্দের। মজার মজার সব খাবার আর পানীয় হাতে অনেকেই বেশ আয়েশ করে টেলিভিশনে খেলা দেখেন। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার ফুটবল-ভক্ত এক ব্যক্তিরও সেই পরিকল্পনাই ছিল। সাউথ ক্যারোলাইনার লোকান্ট্রির বাসিন্দা ওই ব্যক্তি খেলা দেখার সময় খাওয়ার জন্য কিছু নাশতা কিনতে একটি দোকানে যান। সেখানে গিয়ে দেখেন, বিক্রি হচ্ছে পাওয়ারবল লটারির টিকিট। নাশতার সঙ্গে ভাগ্য যাচাই করতে ওই ব্যক্তি একটি লটারির টিকিটও কিনে নেন।
তবে সৌভাগ্যের দেবী যে তাঁর প্রতি এতটা প্রসন্ন হবেন, তা নিশ্চয়ই ওই ব্যক্তিও ভাবতে পারেননি। লটারির ফল ঘোষণার পর তিনি জানতে পারেন, জিতে গেছেন ১০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা ১১ কোটি ৯২ লাখ টাকার বেশি।
সাউথ ক্যারোলাইনা এডুকেশন লটারি কর্তৃপক্ষকে ওই ব্যক্তি নিজেই এ কথা জানান। তিনি বলেন, তিনি একটি টিকিটই কিনেছিলেন। পরে তিনি জানতে পারেন, তাঁর সেই টিকিটের নম্বর ড্রয়ের প্রথম পাঁচটি নম্বরের সঙ্গে মিলে গেছে। নম্বরগুলো ছিল ২-১২-৪৬-৫২-৬৫।
লটারিতে এত বড় অঙ্কের পুরস্কার জেতার পর নিজের অনুভূতির বর্ণনায় ওই ব্যক্তি বলেন, ‘এটা একদম বুনো উন্মাদনার মতো ছিল।’ পুরস্কারের অর্থ নিজের ভবিষ্যতের জন্য জমা রাখবেন বলে জানিয়েছেন এই ব্যক্তি।
যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে পাওয়ারবল লটারির টিকিট পাওয়া যায়। মাল্টি-স্টেট লটারি অ্যাসোসিয়েশন এর দেখভাল করে।