ঘটনাস্থল থেকে একটি গুলির খোসার ছবি তুলছেন নিউইয়র্ক পুলিশের অপরাধ বিভাগের সদস্যরা। নিউইয়র্কের মিডটাউন ম্যানহাটানে, ৪ ডিসেম্বর ২০২৪
ঘটনাস্থল থেকে একটি গুলির খোসার ছবি তুলছেন নিউইয়র্ক পুলিশের অপরাধ বিভাগের সদস্যরা। নিউইয়র্কের মিডটাউন ম্যানহাটানে, ৪ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে বিমা কর্মকর্তাকে হত্যা

ঘটনাস্থলে পাওয়া গুলির খোসায় লেখা শব্দ ধরে এগোচ্ছে পুলিশ

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান থম্পসনের হত্যাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ওই খোসাগুলোর ওপর লেখা তিনটি শব্দ। ওই শব্দগুলোর সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সংযোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

গুলির খোসাগুলোর ওপর লেখা শব্দ তিনটি হলো—‘ডিনাই’, ‘ডিফেন্ড’ ও ‘ডিপোস’। বাংলা করলে তার অর্থ দাঁড়ায় যথাক্রমে ‘অস্বীকার করা’, ‘প্রতিরোধ করা’ ও ‘পদচ্যুত করা’। এই শব্দগুলোর কথা প্রথমে সামনে আনে সংবাদমাধ্যম এবিসি নিউজ। পরে সংবাদমাধ্যম সিবিসিও তা নিশ্চিত করে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, গুলির খোসার ওপর লেখা শব্দগুলোর সঙ্গে ২০১০ সালে প্রকাশিত একটি বইয়ের শিরোনামের মিল পাওয়া যায়। ওই বইটির নাম ছিল ‘ডিলে ডিনাই ডিফেন্ড: হোয়াই ইনস্যুরেন্স কোম্পানিস ডোন্ড পে ক্লেইমস অ্যান্ড হোয়াট ইউ ক্যান ডু অ্যাবাউট ইট।’

বইটির লেখক জে ফেইনম্যান। তিনি যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের রাটগার্স ইউনিভার্সিটি ল স্কুলের ইমেরিটাস অধ্যাপক। গুলির খোসার ওপর লেখা শব্দের বিষয়ে জানতে তাঁর কাছে ই–মেইল পাঠিয়েছিল রয়টার্স। জবাবে তিনি এটুকুই বলেন, ‘দুঃখিত, কোনো মন্তব্য নয়।’

৫০ বছর বয়সী থম্পসনকে স্থানীয় সময় গতকাল বুধবার সকালে মিডটাউন ম্যানহাটানের হিলটন হোটেলের বাইরে গুলি করে হত্যা করা হয়। থম্পসনের হত্যাকারী ব্যক্তিকে শনাক্তে ‘ফেসিয়াল রিকগনিশন’ (চেহারা শনাক্তকরণ) প্রযুক্তি ব্যবহার করছে নিউইয়র্ক সিটি পুলিশ। এ ছাড়া তাঁরা পরিত্যক্ত অবস্থায় পাওয়া একটি মুঠোফোন পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন।

কিন্তু স্থানীয় সময় বৃহস্পতির এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ সন্দেহভাজনকে শনাক্ত করতে পারেনি। থম্পসনকে হত্যার উদ্দেশ্য কী ছিল, তা নিয়েও পুলিশ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

৫০ বছর বয়সী থম্পসনকে স্থানীয় সময় গতকাল বুধবার সকালে নিউইয়র্কের মিডটাউন ম্যানহাটানের হিলটন হোটেলের বাইরে গুলি করে হত্যা করা হয়। গুলি করেই হত্যাকারী দ্রুত পালিয়ে যান। পুলিশের ধারণা, থম্পসনকে পূর্বপরিকল্পিতভাবে নিশানা করে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় সময় বুধবার ভোরে সর্বশেষ সংবাদ সম্মেলন করে পুলিশ। তখন নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ বলেন, হত্যাকাণ্ড ‘পূর্বপরিকল্পিত’ ছিল, এখন পর্যন্ত এমনটাই ইঙ্গিত মিলছে।