প্রেসিডেন্ট নির্বাচিত হলে মূল্যস্ফীতি কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার নর্থ ক্যারোলাইনার গ্রিনসবরো শহরে নির্বাচনী সমাবেশে তিনি এ প্রতিশ্রুতি দেন।
নর্থ ক্যারোলাইনায় ২০১৬ ও ২০২০ সালের নির্বাচনে জিতেছিলেন ট্রাম্প। এখানকার সমাবেশে তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের স্বপ্নকে আবার তিনি ফিরিয়ে আনবেন। তিনি এখানে যেকোনো দেশের ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ করার দাবি করেন। প্রায় দেড় ঘণ্টার বক্তব্যে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে অধিকৃত দেশ হিসেবে বর্ণনা করে বলেন, এবারের নির্বাচন হবে দেশকে স্বাধীন করার নির্বাচন।
কমলার সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, মার্কিন শক্তিতে কমলার যুদ্ধ তিনি শেষ করে দ্রুত মূল্যস্ফীতি কমিয়ে আনবেন। এ ছাড়া তিনি আরও বেশি তেল উত্তোলনে ‘ড্রিল বেবি ড্রিল’ কর্মসূচি চালাবেন। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘সবকিছুই এখন আপনাদের হাতে।’