মাগ্রিতের আঁকা ‘এম্পায়ার অব লাইট’ চিত্রকর্মটি আগামী মঙ্গলবার রাতে নিউইয়র্কের প্রতিষ্ঠান ক্রিস্টিসের নিলামে উঠছে
মাগ্রিতের আঁকা ‘এম্পায়ার অব লাইট’ চিত্রকর্মটি আগামী মঙ্গলবার রাতে নিউইয়র্কের প্রতিষ্ঠান ক্রিস্টিসের নিলামে উঠছে

নিউইয়র্কে নিলামে মাগ্রিতের ছবির দাম ১০ কোটি ডলার, আছে পাকা কলার শিল্পকর্মও

বেলজিয়ামের চিত্রশিল্পী রেনে মাগ্রিতের আঁকা একটি ছবি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামে প্রায় ১০ কোটি ডলার দামে বিক্রি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মার্কিন চিত্রশিল্পী কিথ হেয়ারিংয়ের আঁকা ছবিসহ আরও বেশ কিছু চিত্রকর্ম নিলামে উঠতে যাচ্ছে। থাকছে শক্তপোক্ত পাকা কলার বিখ্যাত শিল্পকর্মটিও।

এর মধ্য দিয়ে নিউইয়র্কের নিলাম প্রতিষ্ঠানগুলো নিস্তরঙ্গ বাজারকে নাড়া দেওয়ার চেষ্টা করবে বলে মনে করা হচ্ছে।

মাগ্রিতের আঁকা ‘এম্পায়ার অব লাইট’ চিত্রকর্মটি আগামী মঙ্গলবার রাতে নিউইয়র্কের প্রতিষ্ঠান ক্রিস্টিসের নিলামে উঠছে। নিশ্চিতভাবেই এটি হবে হেমন্ত মৌসুমের নিলামে উঠতে যাওয়া একটি প্রধান আকর্ষণ। ওই দিন বিক্রির জন্য কয়েক শ চিত্রকর্ম নিলামে তোলা হবে। নিলামে কয়েক কোটি ডলার মূল্যের বেচাকেনা হবে বলে আশা করা হচ্ছে।

মাগ্রিতের আঁকা ‘এম্পায়ার অব লাইট’ ছবিটি ১৯৫৪ সালে আঁকা। এতে আলোছায়ার খেলা ফুটিয়ে তুলেছেন শিল্পী। এ চিত্রকর্মটি ৯ কোটি ৫০ লাখ ডলার দামে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। আর তা হলে তা মাগ্রিতের আগের রেকর্ডকে ছাড়িয়ে যাবে। ২০২২ সালে ৭ কোটি ৯০ লাখ ডলার দামে মাগ্রিতের শিল্পকর্ম বিক্রির রেকর্ড হয়েছিল।

২০২৩ সাল থেকে শিল্পকর্মের বাজার ধীর অবস্থায় আছে। ক্রিস্টিস কর্তৃপক্ষ আশা করছে, মাগ্রিতের চিত্রকর্ম এবং ১৯৬৪ সালে মার্কিন পপ চিত্রশিল্পী এড রুশার আঁকা গ্যাসস্টেশনের ছবি নিলামে তোলার মধ্য দিয়ে আবারও চিত্রকর্মের বাজারকে পুনরুজ্জীবিত করা যাবে।

বিনিয়োগ কোম্পানি আর্টেমিসের পরিচালনাধীন নিলাম প্রতিষ্ঠানটি বলছে, ২০২৪ সালের প্রথম ছয় মাসে তাদের মোট ২১০ কোটি ডলার সমমূল্যের চিত্রকর্ম বিক্রি হয়েছে। আর্টেমিসের মালিক ফ্রান্সের পিনল্ট শিল্প পরিবার।

২০২২ সালে বিশ্ব যখন করোনা মহামারি পরিস্থিতি কাটিয়ে উঠছিল, তখন চিত্রকর্মের বাজারে ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল। কিন্তু পরের দুই বছর তা কমে যায়।

আরেক নিলাম প্রতিষ্ঠান সদবি সৌন্দর্যশিল্পের মুঘল হিসেবে পরিচিত সিডেল মিলারের ব্যক্তিগত সংগ্রহগুলো বিক্রি করার মধ্য দিয়ে মোটামুটিরকমের লাভ করার আশা করছে। চলতি বছর বছর মিলার মারা গেছেন। ফ্লোরিডায় তাঁর বাড়িটি জাদুঘরের মতো বলে শোনা যায়।

নিলাম প্রতিষ্ঠানটির আশা, এ সংগ্রহগুলো ১৭ কোটি থেকে ২০ কোটি ৫০ লাখ ডলার দামে বিক্রি হবে। তাদের ধারণা, শুধু ক্লদ মোনের আঁকা ‘ওয়াটার লিলিস’ চিত্রকর্মই ছয় কোটি ডলারের বেশি মূল্যে বিক্রি হবে।

ফরাসি-ইসরায়েলি ধনকুবের প্যাট্রিক দ্রাহির মালিকানাধীন প্রতিষ্ঠান সদবি তাদের নিলামে ১৯৮০-এর দশকে কিথ হেয়ারিংয়ের আঁকা ৩১টি শিল্পকর্মের একটি সিরিজও বিক্রির জন্য তুলবে।

দেয়ালে আটকে রাখা কলার শিল্পকর্মটি নিয়েও বেশ আলোচনা চলছে। এ চাঞ্চল্যকর কাজটি ইতালীয় শিল্পী মাউরিজিও কাতেলানের।