ক্যালিফোর্নিয়ার মারিপোসা কাউন্টিতে দাবানলে পুড়ছে একটি ঘরযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গত শুক্রবার থেকে শুরু হওয়া দাবানল আরও বেশি এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার রাতে ক্যালিফোর্নিয়ার দমকল বিভাগ বলেছে, দাবানলে ১৫ হাজার ৬০৩ একর জমির গাছপালা ও স্থাপনা পুড়ে গেছে।
তবে গত কয়েক দিনের তুলনায় আগুনের তীব্রতা কমেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে ওই এলাকার ৬ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরানো হয়েছে। ১০টি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। মারিপোসা কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দমকল বিভাগ বলেছে, দাবানলের কারণে ঘরবাড়ি ও ব্যবসায়িক অবকাঠামো মিলিয়ে আরও ৩ হাজার ২৭১টি অবকাঠামো হুমকির মধ্যে আছে।
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত কিছু ছবিতে ক্যালিফোর্নিয়ার দাবানলের ভয়াবহতা দেখে নেওয়া যাক।
ক্যালিফোর্নিয়ার দাবানল নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। কাজের ফাঁকে কয়েকজন দমকলকর্মী বিশ্রাম নিচ্ছেন মারিপোসা কাউন্টিতে দাবানলে পুড়ছে একটি গাড়িক্যালিফোর্নিয়ার মারিপোসা কাউন্টির দাবানলক্যালিফোর্নিয়া মারিপোসা কাউন্টিতে দাবানলের কবলে পড়া একটি বাড়িমারিপোসার কাছে জ্বলছে আগুনমিডপাইনস পার্কের কাছে সৃষ্ট দাবানল নিয়ন্ত্রণে আনতে বিপরীত দিক থেকে আগুন নেভানোর চেষ্টা করছেন একজন দমকলকর্মীমারিপোসা কাউন্টি এলাকায় দাবানলক্যালিফোর্নিয়ার মারিপোসাতে দাবানল ছড়িয়ে পড়লে আশপাশে থাকা থাকা গাড়িতে আগুন ধরে যায়শুক্রবার থেকে ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে পড়েক্যালিফোর্নিয়ার মারিপোসাতে দাবানল ছড়িয়ে পড়লে আশপাশে থাকা থাকা গাড়িতে আগুন ধরে যায়