যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল এলাকায় বরফ জমার দৃশ্য। ১৭ জানুয়ারি ২০২৫
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল এলাকায় বরফ জমার দৃশ্য। ১৭ জানুয়ারি ২০২৫

ঠান্ডার কারণে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হবে কংগ্রেস ভবনের ভেতরে

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান আগামী সোমবার (২০ জানুয়ারি) দেশটির ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনের একটি অংশে অনুষ্ঠিত হবে। ঠান্ডা আবহাওয়ার জন্য এমনটি করা হচ্ছে বলে গতকাল শুক্রবার ট্রাম্প নিজেই এই কথা জানিয়েছেন।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠান খোলা স্থানে হয়ে থাকে। কিন্তু এবার ওয়াশিংটনে তীব্র ঠান্ডার পূর্বাভাস থাকায়, তা বাইরে করা অনিরাপদ হবে। এ কারণে এবার তা কংগ্রেস ভবনের ভেতরে অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি : রয়টার্স

ট্রাম্পে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল লিখেছেন, ‘দেশজুড়ে “আর্কটিক ব্লাস্ট” চলছে। এ কারণে অভিষেক অনুষ্ঠানের ভাষণ, প্রার্থনা ও অন্যান্য বক্তৃতা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল রোটুন্ডায় করার নির্দেশ দিয়েছি।’

আর্কটিক ব্লাস্টের কারণে যুক্তরাষ্ট্রের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২০ থেকে ৪০ ডিগ্রি পর্যন্ত কমে যায়, বেড়ে যায় তুষারপাত। বাতাসেও পরিবর্তন আসে। স্থানীয় সময় গতকাল সন্ধ্যা থেকে ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রের নানা স্থানে আর্কটিক ব্লাস্ট শুরু হয়েছে।

সাধারণত ক্যাপিটল হিলের খোলা স্থানে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়, তখন সেখানকার ক্যাপিটল মলে নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বিপুল মানুষের সমাগম হয়। কিন্তু এবার ভেতরে হওয়ার কারণে তা হবে না।

যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট হিসেবে রোনাল্ড রিগ্যান ১৯৮৫ সালে ক্যাপিটল ভবনের অভ্যন্তরে শপথ নিয়েছিলেন। তখনো তীব্র ঠান্ডার কারণে শপথ অনুষ্ঠান ক্যাপিটলের রোটুন্ডায় সরিয়ে নেওয়া হয়েছিল।

পূর্বাভাস বলছে, সোমবার ওয়াশিংটনের তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে থাকবে। বাতাসের কারণে ঠান্ডা বাড়বে।