নির্বাচন ঘিরে একে-অপরের কম বিষোদ্গার করেননি তাঁরা। তারপরও মার্কিন নির্বাচনে জয়লাভের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ভোলেননি দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের পক্ষ থেকে অভিবাদন পেয়ে খুশি ট্রাম্পও। শিগগিরই বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন তিনি।
বুধবার ট্রাম্পের প্রচার শিবিরের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চেউং এসব তথ্য জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। বর্তমান প্রশাসন ও আগামী প্রশাসনের মধ্যে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণও জানিয়েছেন তিনি।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘(নবনির্বাচিত) প্রেসিডেন্ট ট্রাম্পও ওই সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন, খুব শিগগিরই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বাইডেনের ফোনকলেরও খুবই প্রশংসা করেছেন ট্রাম্প।’
এবারের নির্বাচনের প্রথমে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন বাইডেন। তবে পরে দলীয় চাপের মুখে সরে দাঁড়ান তিনি। তাঁর জায়গায় প্রার্থী হন কমলা হ্যারিস। মঙ্গলবারের নির্বাচন শেষে এখন পর্যন্ত ২৯৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ট্রাম্প। আর কমলা পেয়েছেন ২২৪টি ভোট। এখন তিন অঙ্গরাজ্যে ফলাফল ঘোষণা হয়নি।
যুক্তরাষ্ট্রে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০টি ভোটই যথেষ্ট। মঙ্গলবার ভোটদানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের জনগণ মূলত এই ইলেকটরদের নির্বাচিত করেছেন। আগামী মাসে ইলেকটররা আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে বেছে নেবেন।