যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি পার্কে আয়োজিত কনসার্ট চলাকালে বন্দুক হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন। স্থানীয় সময় গত শনিবার রাতে টেক্সাসের রাউন্ড রকের ওল্ড সেটলারস পার্কে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
রাউন্ড রক পুলিশের প্রধান অ্যালেন ব্যাংকস এক সংবাদ সম্মেলনে বলেন, কনসার্ট চলাকালে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে কেউ একজন বন্দুক বের করে গুলি করতে শুরু করেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ওই সময় সেখানে বিপুলসংখ্যক লোক উপস্থিত ছিলেন। একাধিক ব্যক্তির শরীরে গুলি লাগে।
অ্যালেন জানান, গুলিতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তবে তাঁরা ওই তর্কের সঙ্গে জড়িত ছিলেন না।
পরে রোববার সন্ধ্যায় কর্তৃপক্ষ জানায়, বন্দুক হামলার ঘটনায় জড়িত ব্যক্তিকে খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে। হামলাকারী একজন কৃষ্ণাঙ্গ বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে, শনিবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের কাছে একটি ওয়াটার পার্কে গুলিতে শিশুসহ ১০ জন আহত হন।