কমলা হ্যারিস ও এ আর রাহমান
কমলা হ্যারিস ও এ আর রাহমান

কমলার প্রচারে ৩০ মিনিটের সংগীতায়োজন এ আর রাহমানের

যুক্তরাষ্ট্রের আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে কমলা হ্যারিসের সমর্থনে একটি সংগীতায়োজনের ভিডিও ধারণ করেছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ভারতীয় সংগীত পরিচালক এ আর রাহমান। ৩০ মিনিটের এ ভিডিও কমলার প্রচারণায় ব্যবহার করা হবে।

ভারতীয়–আফ্রিকান বংশোদ্ভূত কমলা যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট। ৫ নভেম্বরের নির্বাচনে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের নারী প্রেসিডেন্ট হিসেবে দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়ছেন।

৩০ মিনিটের সংগীতায়োজনের ভিডিও রেকর্ড করার মধ্য দিয়ে এ আর রাহমান হলেন দক্ষিণ এশিয়ার প্রথম কোনো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী, যিনি কমলার প্রতি সরাসরি সমর্থন জানালেন।

আগামীকাল রোববার (১৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টায় এশিয়ান–আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার্স (এএপিআই) ভিক্টরি ফান্ডের ইউটিউব চ্যানেলে এ আয়োজন প্রচারিত হবে। এএপিআই ভিক্টরি ফান্ডের পক্ষ থেকে বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এ আয়োজনে এ আর রাহমানের শ্রোতাপ্রিয় কিছু গান থাকছে। সঙ্গে আরও থাকছে কমলার প্রচারের পক্ষে এবং এএপিআই সম্প্রদায়ের মানুষদের প্রতি তাঁর (কমলার) প্রতিশ্রুতি নিয়ে বার্তা।

এএপিআই ভিক্টরি ফান্ডের চেয়ারপারসন শেখর নরসিমহান বলেন, ‘এই সংগীতায়োজনের মধ্য দিয়ে এ আর রাহমান যুক্তরাষ্ট্রের অগ্রগতি ও প্রতিনিধিত্বের সপক্ষে দাঁড়ানো নেতা ও শিল্পীদের কাতারে নিজের কণ্ঠস্বরকে যুক্ত করেছেন।’

এএপিআই ভিক্টরি ফান্ড একটি রাজনৈতিক কমিটি। এই কমিটি যুক্তরাষ্ট্রের নির্বাচনে এশীয় আমেরিকান ও হাইতিয়ান ভোটারদের দেশের ভবিষ্যৎ নিয়ে মতামত নির্ধারণে প্রভাবক হিসেবে কাজ করে।