‘টাইটান’ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই বাইরের চাপে ভেতরের দিকে স্ফোটনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শব্দ শনাক্ত করেছিল মার্কিন নৌবাহিনী। মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পাঁচ আরোহী নিয়ে গত রোববার আটলান্টিক মহাসাগরের তলদেশের উদ্দেশে যাত্রা করেছিল টাইটান নামের সাবমেরিনটি। সমুদ্রপৃষ্ঠ থেকে তলদেশের উদ্দেশে যাত্রা শুরুর পৌনে দুই ঘণ্টার মাথায় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সাবমেরিনটির।
চার দিন মহাসাগরের তলদেশে ব্যাপক তল্লাশির পর গতকাল বৃহস্পতিবার সাবমেরিনটির ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানান উদ্ধারকারীরা।
যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এক সংবাদ সম্মেলনে জানায়, আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের আশপাশে টাইটানের ধ্বংসাবশেষ পাওয়া যায়।
সমুদ্র পর্যটনে সাবমেরিনটি পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ওশানগেট। গতকাল প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এ দুর্ঘটনায় সাবমেরিনটির পাঁচ আরোহীই মারা গেছেন।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, বাইরের চাপে ভেতরের দিকে স্ফোটনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শব্দ শনাক্ত হওয়ার তথ্য তাঁরা যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে দ্রুত জানিয়ে দিয়েছিলেন। টাইটানের খোঁজে আটলান্টিক মহাসাগরে অনুসন্ধান এলাকার পরিসর কমিয়ে আনতে এ তথ্য ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।
বাইরের চাপে ভেতরের দিকে স্ফোটনের শব্দ শনাক্ত হওয়ার এ তথ্য আগে কেন প্রকাশ্যে বলা হয়নি, তা স্পষ্ট নয়।