যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা অঙ্গরাজ্যের সিনেটর কেভিন ক্রামারের ছেলেকে ২৮ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। স্থানীয় সময় গত সোমবার এ রায় দেন বিচারক ববি ওয়েইলার। দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পুলিশের একটি গাড়িতে ধাক্কা দিয়ে এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় এ সাজা দেওয়া হয়েছে।
সাজার আদেশ পাওয়া সিনেটরের ছেলের নাম ইয়ান ক্রামার। তাঁর বয়স ৪৩ বছর। ২০২৩ সালের ৬ ডিসেম্বর একটি হাসপাতাল থেকে গাড়িতে করে পালাচ্ছিলেন ইয়ান। তখন তাঁকে পুলিশ তাড়া করে। একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে ধাক্কা দেন ইয়ান। এতে ওই গাড়িতে থাকা পুলিশ কর্মকর্তা পল মার্টিনের (৫৩) মৃত্যু হয়। গত সেপ্টেম্বরে এ ঘটনায় দোষী সাব্যস্ত হন ইয়ান।
রায় দেওয়ার সময় বিচারক ববি ওয়েইলার বলেন, ইয়ান ক্রামারের ৩৮ বছরের সাজা থেকে ১০ বছর স্থগিত করা হয়েছে। এ ছাড়া তাঁর মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তির চিকিৎসার জন্য সুপারিশ করা হয়েছে। বিচারক আরও বলেন, ইয়ানকে হয়তো পুরোপুরি ২৮ বছর কারাদণ্ডের সাজা ভোগ করতে হবে না।
সোমবার আদালতে কমলা রঙের পোশাকে উপস্থিত ছিলেন ইয়ান। পাশে ছিলেন তাঁর আইনজীবী। ইয়ানকে কথা বলার সুযোগ দেওয়া হলে পুলিশ কর্মকর্তা পল মার্টিনের পরিবারের কাছে ক্ষমা চান তিনি। তিনি বলেন, ‘এসব কিছু করার কোনো ইচ্ছা ছিল না আমার। এটি পুরোপুরি দুর্ঘটনা ছিল। আশা করি, তারা (মার্টিনের পরিবার) কোনো না কোনোদিন আমাকে ক্ষমা করবেন।’
ছেলের সাজার বিষয়ে সিনেটর কেভিন ক্রামার সাংবাদিকদের বলেন, তাঁর ছেলে মারাত্মক মানসিক সমস্যায় ভুগছেন। পুলিশ, আদালত ও কারাগারের প্রতি তাঁর পরিবার সম্মান জানায়। তবে সাজা দেওয়ার ক্ষেত্রে ইয়ানের মানসিক স্বাস্থ্যের বিষয়টি আদালত ও সরকারি আইনজীবীরা অসচেতনভাবে এড়িয়ে গেছেন। এটা তাঁকে হতাশ করেছে।