লটারি পরিচালনাকারী প্রতিষ্ঠানের লোগো
লটারি পরিচালনাকারী প্রতিষ্ঠানের লোগো

আড়াই মাসে দুই লটারিতে জিতলেন ২০ লাখ ডলার

অনেকেই নিয়মিত লটারি কিনে যান, যদি লেগে যায়। কিন্তু কারও কারও ক্ষেত্রে সেই সৌভাগ্য কোনো দিনও হয় না। আবার কেউ কেউ হয়তো অনেকবার লটারি জিতেছেন। কিন্তু আড়াই মাসের মধ্যে দুবার লটারি জেতা! সত্যি অবাক হওয়ার মতো, তাও আবার মোটা অঙ্কের অর্থ!

এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে। ক্রিস্টিন উইলসন নামের এক নারী হলেন সেই সৌভাগ্যবান ব্যক্তি।

ব্রিস্টল কাউন্টির অ্যাটেলবোরো শহরের উইলসন সম্প্রতি ১০ ডলার দিয়ে টিকিট কিনে পুরস্কার জিতে নেন।

গত ফেব্রুয়ারিতে তাৎক্ষণিক টিকিট গেম খেলা ‘লাইফটাইম মিলিয়নস’–এ অংশ নেন ক্রিস্টিন। সে সময় তিনি লটারি কিনেছিলেন ৫০ ডলার দিয়ে। আর জিতে নিয়েছিলেন ১০ লাখ ডলার।

উভয় লটারি জেতার অনুষ্ঠানেই ক্রিস্টিন এককালীন সাড়ে ছয় লাখ ডলার পুরস্কার হিসেবে নিয়েছেন।

প্রথম লটারি জেতার পর উইলসন বলেন, পুরস্কারের কিছু অর্থ দিয়ে তিনি নতুন একটি গাড়ি কেনার পরিকল্পনা করেছেন। তবে সম্প্রতি যে পুরস্কার পেয়েছেন, সেই অর্থ সঞ্চয় করবেন বলে ভেবেছেন।

উইলসন সম্প্রতি যে টিকিট জিতেছেন, সেটি কিনেছেন ম্যানসফিল্ড শহরের ফ্যামিলি ফুড মার্ট থেকে। এই দোকানও ১০ হাজার ডলার বোনাস পাবে। ক্রিস্টিন প্রথম যে পুরস্কার জিতেছিলেন, সেটিও একই শহরের ডুবস ডিসকাউন্ট লিকরস থেকে কিনেছিলেন।