যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

জেলেনস্কিকে বাইডেনের আমন্ত্রণ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে আগামীকাল মঙ্গলবার বৈঠক করবেন দুই নেতা। মস্কোর বিরুদ্ধে চলমান লড়াইয়ে নিজেদের সুরক্ষা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়ার বিষয়ে বাইডেনের সঙ্গে আলোচনা করবেন জেলেনস্কি।

এক বিবৃতিতে গতকাল রোববার হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেনের যেসব জরুরি সহায়তা প্রয়োজন, তা নিয়ে কথা বলবেন দুই নেতা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্যরা ইউক্রেন ও ইসরায়েলের জন্য প্রস্তাবিত নতুন সহায়তা তহবিলের ওপর আনা একটি বিল আটকে দিয়েছেন। এর পরপর জেলেনস্কিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছে।

গতকাল ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের পক্ষ থেকে টেলিগ্রামে দেওয়া বার্তায় বলা হয়েছে, আগামীকাল (সোমবার) প্রেসিডেন্ট জেলেনস্কির ওয়াশিংটনে পৌঁছানোর কথা রয়েছে।

এ ছাড়া আগামীকাল সকালে ক্যাপিটলে মার্কিন আইনপ্রণেতাদের সামনে জেলেনস্কির ভাষণ দেওয়ার কথা রয়েছে। মার্কিন কংগ্রেসের স্পিকার মাইক জনসনের সঙ্গেও আগামীকাল বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট।