বন্দুক
বন্দুক

যুক্তরাষ্ট্রের আলাবামাতে গুলিতে নিহত ৪

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে গুলিতে কমপক্ষে চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ বলেছে, কয়েকজন হামলাকারী এ হামলা চালান।

পুলিশ কর্মকর্তা ট্রুম্যান ফিটজেরাল্ড স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, স্থানীয় সময় শনিবার রাত ১১টার পর বার্মিংহাম শহরের ফাইভ পয়েন্টস সাউথ এলাকায় এই গুলির ঘটনা ঘটে। তিনি বলেন, ‘আমাদের ধারণা, বেশ কয়েকজন বন্দুকধারী একদল লোকের ওপর কয়েকবার গুলি চালিয়েছে।’

ঘটনাস্থলে তিনজন নিহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ। তাঁরা ঘটনাস্থলের পাশের রাস্তায় পড়েছিলেন। তাঁদের শরীরে গুলির আঘাত ছিল। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চতুর্থজন মারা যান।

গুলিতে আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলেছেন ফিটজেরাল্ড। অন্যদের শরীরেও আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

পুলিশ এই গুলির ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই), ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, অগ্নিনির্বাপক বাহিনী এ ঘটনায় তদন্ত করছে।

গান ভায়োলেন্স আর্কাইভ বলেছে, যুক্তরাষ্ট্রজুড়ে এ বছর এ ধরনের কমপক্ষে ৪০৩টি গুলির ঘটনা ঘটেছে।