ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস
ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস

ম্যাজিক সংখ্যা ছুঁতে ট্রাম্প ও কমলার কত ভোট দরকার

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে কোনো প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়। তাই এটিকে (২৭০) ‘ম্যাজিক’ সংখ্যা বলা হয়।

গতকাল যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। ইতিমধ্যে অধিকাংশ অঙ্গরাজ্যের ফলাফল পাওয়া গেছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এখন পর্যন্ত পাওয়া ফলাফলে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৬৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।

আর ট্রাম্পের নির্বাচনী প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১৮টি ইলেকটোরাল কলেজ ভোট।

অর্থাৎ, ইলেকটোরাল কলেজ ভোটের হিসাবে কমলার চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। দুজনের মধ্যকার ব্যবধান ৪৮।

এখন পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী, ‘ম্যাজিক’ সংখ্যা (২৭০) স্পর্শ করতে ট্রাম্পের দরকার মাত্র ৪টি ইলেকটোরাল কলেজ ভোট। অন্যদিকে কমলার দরকার ৫২টি ইলেকটোরাল কলেজ ভোট।

দুই প্রার্থীর মধ্যে যিনিই ‘ম্যাজিক’ সংখ্যা স্পর্শ করবেন, তিনিই হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।