যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে একের পর এক গুলির ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। টেইট কাউন্টির শুক্রবারের এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সহ-প্রতিষ্ঠান ডব্লিউএমসির বরাত দিয়ে সিএনএন এ কথা জানিয়েছে।
টেইট কাউন্টির শেরিফ ব্র্যাড ল্যান্স ডব্লিউএমসিকে বলেন, গুলির সব ঘটনাই ঘটেছে আরকাবুলতা এলাকায়। আরকাবুলতা সড়কের পাশে একটি দোকানে একটি গুলির ঘটনা ঘটে। সেখানে একজন নিহত হন।
আরকাবুলতা ড্যাম রোডের একটি বাসার ভেতরে এক নারী খুন হন। এ গুলির ঘটনায় তাঁর স্বামীও আহত হন। তবে তাঁর গায়ে গুলি লেগেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
টেইট কাউন্টির ডেপুটিরা (কর্মকর্তা) সন্দেহভাজনকে আরকাবুলতা ড্যাম রোডে একটি গাড়িতে বসে থাকতে দেখেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাঁকে হেফাজতে নেওয়া হয়। সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি।
সন্দেহভাজনকে হেফাজতে নেওয়ার পর আরও চার ব্যক্তির মরদেহের খোঁজ পান কাউন্টির ডেপুটিরা। আরকাবুলতা ড্যাম রোডের একটি বাড়ির ভেতরে দুইটি আর বাইরে দুটি মরদেহ পাওয়া যায়।
টেইট কাউন্টি মিসিসিপি অঙ্গরাজ্যের উত্তর-পশ্চিমে অবস্থিত। গুলির ঘটনাটি গভর্নর টেইট রিভসকে অবহিত করা হয়েছে। এক টুইটে তিনি বলেন, এক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি একাই এসব ঘটনা ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে।