ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেন
ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেন

আগামী নির্বাচনে ট্রাম্প না থাকলে বাইডেনও হয়তো প্রার্থী হতেন না

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘ট্রাম্প যদি আগামী নির্বাচনে প্রার্থী না হতেন, আমিও প্রতিদ্বন্দ্বিতা করতাম কি না, আমি নিশ্চিত নই। আমরা তাঁকে জয়ী হতে দিতে পারি না।’

গতকাল মঙ্গলবার বোস্টনে নির্বাচনী তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এ কথা বলেন।

বাইডেন নিজের সামর্থ্য নিয়ে এমন সময়ে আত্মমূল্যায়ন করলেন, যখন ঘোর ডেমোক্র্যাট সমর্থকেরাও তাঁর বয়স নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই ডেমোক্র্যাট প্রেসিডেন্ট গত মাসে ৮১ বছরে পা রেখেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ইতিমধ্যে তিনিই হচ্ছেন সবচেয়ে বয়সী প্রেসিডেন্ট।

গতকাল মঙ্গলবার ফক্স নিউজের টাউন হল অনুষ্ঠানে সম্ভাব্য রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কেউ একজন তাঁকে কথা বলার সুযোগ করে দিচ্ছেন।

দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট পদে লড়াইয়ের দৌড়ে থাকা বাইডেন পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন, তিনি কোনোভাবেই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবেন না।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রার্থিতা থেকে সরে দাঁড়ালে তিনিও সরে দাঁড়াবেন কি না, এমন এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘না, এখন নয়। দেখুন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুতরাং আমাকেও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।’

ট্রাম্প যদি শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় না থাকেন, তবু কি তিনি প্রার্থী হিসেবে থাকবেন, এমন প্রশ্নে বাইডেন বলেন, ‘আমি এখন আশা করছি, আমি থাকব।’

২০২০ সালের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার সময় বাইডেন প্রায়ই বলতেন, ২০১৭ সালে ভার্জিনিয়ার চার্লটসভিলে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের সমাবেশসহ নানা বিষয়ে (তৎকালীন) প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ডের কারণে তিনি নির্বাচনে লড়ছেন।

এখন দলের ভেতরে প্রেসিডেন্ট পদে মনোনয়ন নিয়ে বাইডেনের প্রতিদ্বন্দ্বিতা নেই বললেই চলে। তারপরও ট্রাম্পকে তিনি গণতন্ত্রের জন্য হুমকি বলে উল্লেখ করেছেন।
২০২০ সালে নির্বাচনের ফল পাল্টে দেওয়ার নানা অভিযোগের ফৌজদারি মামলায় মুখোমুখি হওয়া ট্রাম্প প্রেসিডেন্ট বাইডেনকে একজন ‘স্বৈরাচার’ বলে উল্লেখ করেছেন।

হোয়াইট হাউসের সাবেক এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আলাপ-আলোচনার পর প্রেসিডেন্ট বাইডেন চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি পুনর্নির্বাচন করার ঘোষণা দেন। কারণ, তিনি বিশ্বাস করেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বা অন্য কোনো ডেমোক্র্যাট প্রার্থী আগামী নির্বাচনে ট্রাম্পকে হারাতে পারবেন না।

মঙ্গলবার তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বাইডেন ট্রাম্প সম্পর্কে নানা মন্তব্য করেছেন। চলতি মাসের শেষ নাগাদ তিনি অন্তত নয়টি তহবিল সংগ্রহের অনুষ্ঠান করবেন।
বাইডেন বলেন, ‘আমি মনে করি না, আমাদের কেউ যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে আবার ঝুঁকিতে ফেলতে চান।’

গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্যে সম্প্রতি পরিচালিত এক জরিপে দেখা গেছে, রিপাবলিকান ফ্রন্টরানার ট্রাম্প এসব রাজ্যে জনসমর্থনে বাইডেনের চেয়ে এগিয়ে রয়েছেন।