খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন আর কদিন পরেই। নানা আচার, প্রার্থনা ও আনন্দ–আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করে থাকেন তাঁরা। বড়দিন সামনে রেখে এরই মধ্যে দেশে দেশে খ্রিষ্টধর্মাবলম্বীদের অনেকেই বাড়িঘর সাজাচ্ছেন ঝলমলে ক্রিসমাস ট্রিতে। এমনই এক বাড়িতে সাজানো একটি ক্রিসমাস ট্রি নেটিজেনদের মধ্যে সাড়া ফেলেছে, যার পেছনে আছে নতুন এক ‘তারকা’।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার বাড়িটিতে সাজানো ক্রিসমাস ট্রিতে গত বৃহস্পতিবার বসে থাকতে দেখা যায় ওই নতুন ‘তারকা’ এক প্যাঁচাকে। এ ঘটনার একটি দৃশ্য জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করেছে আর্লিংটনের দ্য অ্যানিমেল ওয়েলফেয়ার লিগ নামের এক সংগঠন।
সংগঠনটির কর্মীরা পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘দেখতে খুবই সুন্দর প্যাঁচাটি সান্তার সঙ্গে খেলার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় একটি বাড়ির চিমনি গলে ভেতরে ঢুকেছে পাখিটি। পরে ক্রিসমাস ট্রির ওপর বসে নিজেকে নতুন তারকা হিসেবে ঘোষণা করেছে।’
‘নিবিড়ভাবে তাকান, দেখবেন যে এটি নিজের জন্য জায়গা তৈরি করতে পুরোনো তারকাকে (ক্রিসমাসের ওপরে থাকা কোনো বস্তু) ছিটকে দিয়েছে।’ ক্যাপশনে যুক্ত করেন কর্মীরা।
দ্য অ্যানিমেল ওয়েলফেয়ার লিগের কর্মীরা জানান, প্যাঁচাটিকে ধরে মুক্ত করে দেওয়া হয়েছে। তবে ক্রিসমাস ট্রির ওপর প্যাঁচার বসে থাকার ঘটনা এটিই প্রথম নয়। সাম্প্রতিক মাসগুলোতে ঘটেছে এমন আরও ঘটনা।
সর্বশেষ গত অক্টোবরে জর্জিয়ার একটি ম্যানশনের ক্রিসমাস ট্রিতে একইভাবে বসে থাকতে দেখা যায় একটি প্যাঁচাকে।