নেভাদাতেও জয়, সিনেট থাকছে ডেমোক্র্যাটদের হাতেই

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল ভবন
ছবি: রয়টার্স ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে সিনেট নিয়ন্ত্রণের লড়াইয়ে এগিয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের  ডেমোক্র্যাট দল। মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, নেভাদা অঙ্গরাজ্যেও জয় পেয়েছে দলটি। এর মধ্য দিয়ে সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছে ডেমোক্র্যাটরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, নেভাদায় ডেমোক্র্যাট নেতা ক্যাথেরিন কর্টেজ মাস্তো জয় পেয়েছেন। এতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাটদের পাওয়া আসনসংখ্যা ৫০টিতে দাঁড়িয়েছে। আর রিপাবলিকানরা জয় পেয়েছে ৪৯টি আসনে।

এখন শুধু জর্জিয়া অঙ্গরাজ্যের ফলাফল বাকি আছে। আগামী মাসে দ্বিতীয় দফার নির্বাচনের মধ্য দিয়ে জর্জিয়ার ফলাফল নির্ধারিত হবে।

তবে এএফপি বলছে, নেভাদায়  জয়ের মধ্য দিয়ে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ নিশ্চিত হয়ে গেছে। কারণ, জর্জিয়ায় যদি রিপাবলিকানরাও জেতে তবে দুই দলের প্রাপ্ত আসনসংখ্যা হবে ৫০টি করে।

কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫১টি আসন। এমন অবস্থায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট টাইব্রেকিং (দুই দল সমসংখ্যক আসন পেলে ভাইস প্রেসিডেন্ট ভোট দিয়ে একটিকে জয়যুক্ত করেন) ভোট দিতে পারবেন।