যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শনিবার হাজারো নারী মিছিল করেন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শনিবার হাজারো নারী মিছিল করেন

ওয়াশিংটন ডিসিতে হাজারো নারীর মিছিল, গর্ভপাতের অধিকার দাবি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হাজারো নারী মিছিল করেছেন। শনিবার বার্ষিক ‘উইমেন্স মার্চ’ নামের এই কর্মসূচিতে অংশ নেওয়া নারীরা গর্ভপাতের অধিকার দাবি করেন।

ওয়াশিংটন ডিসির সড়কে অনুষ্ঠিত মিছিলে ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে বিক্ষোভকারী নারীরা মূলত ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানালেন। একই সঙ্গে তাঁরা নারীদের প্রজনন স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকারের পক্ষে কমলার আহ্বানের প্রতি সমর্থন প্রকাশ করেন।

৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে কমলার প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে যাওয়ার লড়াইয়ে নারীদের গর্ভপাতের অধিকারকে নিজের নির্বাচনী প্রচারের অন্যতম কেন্দ্রীয় বিষয় করে তুলেছেন কমলা। বার্ষিক ‘উইমেন্স মার্চ’ কর্মসূচিতেও এ বিষয়টি বারবার উঠে এসেছে।

মিছিলে অংশ নিতে নর্থ ক্যারোলাইনা থেকে ওয়াশিংটন ডিসিতে এসেছিলেন ১৯ বছর বয়সী লেহ ব্রুকার। তিনি বলেন, ‘নারী হিসেবে আমাদের অধিকারকে সমর্থন করে—এমন একজন প্রার্থীকে ভোট দেওয়াটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এই শিক্ষার্থী বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিনি ইতিমধ্যে আগাম ভোট দিয়েছেন। নিজের প্রথম ভোট একজন নারীকে দেওয়াটা দারুণ ক্ষমতায়নের বিষয়।

ব্রুকারের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ছেলেরা যদি ছেলে হয়, তাহলে নারীরা প্রেসিডেন্ট হবেন।

আয়োজকেরা বলছেন, শনিবারের এই মিছিলে প্রায় ১৫ হাজার মানুষ অংশ নেন। যুক্তরাষ্ট্রের অন্যান্য নগরেও এমন মিছিল হয়েছে।

দুই বছর আগে ২০২২ সালে মার্কিন সুপ্রিম কোর্ট এক রায়ে দেশব্যাপী নারীদের গর্ভপাতের অধিকার কেড়ে নেন। নারীদের গর্ভপাতের অধিকার কেড়ে নেওয়ার পক্ষে যাঁরা মত দেন, তাঁদের মধ্যে ছিলেন ট্রাম্পের নিয়োগ করা বিচারপতি।