ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে রিপাবলিকান ভোটারদের সতর্ক করেছেন তাঁর প্রতিপক্ষ নিকি হ্যালি। তিনি বলেছেন, বিতর্কিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিপাবলিকান পার্টির প্রার্থী মনোনীত করা মানে জো বাইডেনের জয়।
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে গতকাল মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে দলীয় ভোট (প্রাইমারি) হয়। এ ভোটে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর হ্যালিকে হারিয়েছেন ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিউ হ্যাম্পশায়ারে জয়ের মধ্য দিয়ে ট্রাম্প রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে আবার মনোনয়ন পাওয়ার কাছাকাছি রয়েছেন। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হবে। এ নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে লড়বেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প রিপাবলিকান পার্টির মনোনয়ন পেলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের সঙ্গে তাঁর লড়াই হবে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, নিউ হ্যাম্পশায়ারে হারের পর হ্যালি তাঁর দলীয় প্রতিপক্ষ ট্রাম্প থেকে রিপাবলিকান ভোটারদের দূরে থাকার বিষয়ে সতর্ক করার চেষ্টা করেন।
হ্যালি হারবেন—মার্কিন গণমাধ্যমগুলোর এমন পূর্বাভাসের পর নিউ হ্যাম্পশায়ারে এক অনুষ্ঠানে তিনি বলেন, মার্কিন রাজনীতিতে সবচেয়ে জঘন্য গোপন কথাটি হলো, ডেমোক্রেটিক পার্টি আসলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করতে মরিয়া হয়ে আছে।
হ্যালি বলেন, ট্রাম্পের প্রার্থী মনোনীত হওয়া মানেই বাইডেনের জয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিউ হ্যাম্পশায়ারের ভোটে ট্রাম্পের কাছে হেরে গেলেও হ্যালি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
নির্বাচন-পরবর্তী একটি অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশে হ্যালি বলেন, এ লড়াই শেষ হয়ে যায়নি। তিনি একজন যোদ্ধা।